ভাঙতে বসেছিল সম্পর্ক, যশের এই কাজে গলে গিয়েছিলেন নুসরত!

বাংলাহান্ট ডেস্ক: ২০২১ যে যে তারকা জুটি উপহার দিয়েছে সেই তালিকায় সবার প্রথমে নাম আসবে নুসরত জাহানের (nusrat jahan)। যশ দাশগুপ্তের (yash dasgupta) সঙ্গে তাঁর সম্পর্ক এখন আর কারোর অজানা নয়। একটা সময় প্রচুর রাখঢাক করলেও সম্প্রতি বিষয়টা নিয়ে প্রকাশ‍্যে আলোচনা করেছেন যশরত। জানিয়েছেন কীভাবে পরিণতি পেল এই সম্পর্ক, মা হওয়ার সিদ্ধান্তের কথা। এমনকি তাঁরা এও জানিয়েছেন, এমন একটা সময় এসেছিল যখন ভেঙে যেতে পারত এই সম্পর্ক।

টলিউডে এই মুহূর্তে অন‍্যতম ‘হ‍্যাপেনিং’ জুটি যশ নুসরত। মা হওয়ার পর থেকেই যেন গোপনীয়তার ঘেরাটোপ থেকে বেরিয়ে এসেছেন অভিনেত্রী সাংসদ। এখন তিনি অনেকটাই বেশি খোলামেলা যশের সঙ্গে সম্পর্কটা নিয়ে। এমনকি ইঙ্গিত দিয়েছেন তাঁদের বিয়েরও। যশকে প্রকাশ‍্যেই স্বামী বলে সম্বোধন করেছেন তিনি। কিন্তু উপর উপর সবটা ভাল দেখালেও আসলে কিন্তু গল্পটা বেশ অন‍্য রকম। পতনের মুখে পড়তে হয়েছিল যশরতের সম্পর্ককেও।

bbvbvb 3
সম্প্রতি নুসরতের ইউটিউব টক শোতে অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা। সেখানেই তাঁরা জানান, এক সময় সম্পর্ক ভেঙে ফেলার কথা ভেবেছিলেন দুজনে। আসলে সে সময় তাঁদের সম্পর্ক নিয়ে নানান কুৎসিত আলোচনা, সমালোচনা আঘাত করেছিলেন যশ নুসরতের মনে। তাই তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

কিন্তু বিধির বিধান খণ্ডায় কার সাধ‍্যি? যেদিন তাঁদের বিচ্ছেদ হওয়ার কথা সেদিন নুসরতের ফ্ল‍্যাটের নীচে এসে তাঁকে গাড়িতে উঠে বসতে বলেন যশ। বিচ্ছেদটা আর হয়নি, বরং সারা জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।

https://www.instagram.com/tv/CYMaqiDLmbc/?utm_medium=copy_link

এদিন শোতে যশ জানান, নুসরত এতবড় একজন তারকা হলেও তার মধ‍্যে একজন মধ‍্যবিত্ত মানসিকতার মানুষ লুকিয়ে রয়েছে। সেটা তিনি খুব পছন্দ করেন। তবে একটুতেই যে নুসরত খিটখিট করেন বা কেঁদে ফেলেন সেটা একেবারেই না পসন্দ যশের।

অপরদিকে নুসরত আগে জানিয়েছিলেন, গর্ভাবস্থায় বাড়িতে একটা গাছ মরে গেলেও তিনি কাঁদতেন। এমনকি যে ফল জীবনে খাননি, গর্ভাবস্থায় রাত তিনটের সময় সেই কলা খাওয়ার জন‍্য ছটফট করেছেন নুসরত।

Niranjana Nag

সম্পর্কিত খবর