উড়ুউড়ু মন, বিবাদের পর যশকে ভুলে নতুন প্রেমে মজলেন নুসরত!

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ার সবথেকে চর্চিত জুটি নুসরত জাহান (Nusrat Jahan) এবং যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। সহ অভিনেতা অভিনেত্রী থেকে বন্ধুত্ব পেরিয়ে চুটিয়ে প্রেম করে এখন একসঙ্গে সংসার করছেন তাঁরা। যশের আগের পক্ষের ছেলে এবং নুসরতের সন্তান ঈশানকে নিয়ে সুখের সংসার দুজনের। প্রথমে সম্পর্কটা সবার চোখের আড়ালে রাখলেও এখন সোশ‍্যাল মিডিয়ায় দুজনের যুগল ছবিতেই ভরা।

কিছুদিন আগেই যশ নুসরতের বিবাদের খবর পাওয়া গিয়েছিল। লুকিয়ে না রেখে সোশ‍্যাল মিডিয়াতে সেকথা জানিয়েও ছিলেন দুজনে। আর এবার যশকে ভুলে নতুন প্রেমে মজলেন অভিনেত্রী। রীতিমতো ভিডিও করে বলেই দিলেন, ‘মেরা দিল ভি কিতনা পাগল হ‍্যায়, ইয়ে পেয়ার তো তুমসে করতা হ‍্যায়!’

Yash nusrat 1
তবে কি ঈশানের বাবার বদলে অন‍্য কেউ এল অভিনেত্রীর জীবনে? কার জন‍্য এমন ভালবাসায় গদগদ হয়ে গান গেয়ে উঠলেন তিনি? উত্তর হল, ডাল আর ভাত। হ‍্যাঁ, ঠিকই পড়েছেন‍। কোনো নতুন ব‍্যক্তি নয়, বাঙালির চিরন্তন প্রিয় ভাত ডালের প্রেমেই পাগল নুসরত। সেটাই গানে গানে জানিয়েছেন তিনি।

নুসরতের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি থালায় সরু চালের ভাত তুলছেন তিনি। সুগন্ধে মুখ উজ্জ্বল অভিনেত্রীর। সেই ভাতের উপরে সবজি দেওয়া ডাল নিতেই দিল খুশ নুসরতের। আসলে নায়িকাদের জীবন মানেই তা আদ‍্যোপান্ত কড়া নিয়মে বাঁধা। খাবার দাবারেও হাজারো বারণের ঝক্কি।

প্রতিদিন নিয়ম মেনে চললেও সপ্তাহান্তে মন চায় নিয়মের বেড়াজাল ভাঙতে। নুসরতেরও ‘চিট ডে’ চলছে। তাই মন ভরে ভাত ডাল। নুসরতের খাবার দেখে কমেন্ট না করে থাকতে পারেননি মিমি চক্রবর্তীও। লিখেছেন, এটাই ‘কমফোর্ট ফুড’।

https://www.instagram.com/reel/Cl_DRGUKIKO/?igshid=YmMyMTA2M2Y=

কিছুদিন আগেই নুসরতের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছিল, কাড়াকাড়ি থেকে রীতিমতো মারামারি শুরু করে দিয়েছেন দুজনে। উপলক্ষ‍্য একটি কফির কাপ। রোজ সকালে নাকি কফি নিয়েই হাতাহাতিতে জড়ান যশ নুসরত। আসলে ইনস্টাগ্রামে ভাইরাল ট্রেন্ড ফলো করেই ভিডিওটি বানিয়েছেন তাঁরা। সবটাই যে মজার ছলে তা বুঝতে বাকি থাকে না কারোর।

Niranjana Nag

সম্পর্কিত খবর