নাসা থেকে লোক নিয়ে আসুন, তাদের Apps তৈরি করতে বলুন : নুসরত জাহান, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় …

বাংলাহান্ট ডেস্ক: গুগল থেকে, নাসা থেকে লোক এনে টিকটকের (tiktok) মতো অ্যাপ বানানো হোক। যাতে ভারতে আর বেকারত্বের সমস‍্যা না হয়, দাবি অভিনেত্রী তথা তৃণমূল (tmc) সাংসদ নুসরত জাহানের (nusrat jahan)। সম্প্রতি ভারতে চিনা অ্যাপ টিকটক বয়কট হওয়া নিয়ে সরব হতে দেখা গিয়েছে নুসরতকে। এর আগেই তিনি দাবি করেছেন টিকটক ব‍্যান হলে নোটবন্দির মতো অবস্থা হবে।
নুসরতের বক্তব‍্য, কেন্দ্রীয় সরকার দেশের মানুষকে যে কাজের সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি করেছিল কার্যক্ষেত্রে তার কিছুই হয়নি। টিকটকের মাধ‍্যমে বহু মানুষ জীবিকা নির্বাহ করতেন। এই অ্যাপের মাধ‍্যমেই রোজগার হত তাদের। কেন্দ্রীয় সরকার টিকটক ব‍্যান করেছে। এর বদলে অন‍্য অ্যাপ আনা হোক, এমনই দাবি তুলেছেন সাংসদ অভিনেত্রী।

nusrat jahan 003
নুসরত আরও বলেন, প্রবাসী ভারতীয়দের নিয়ে আসা হোক। গুগল, নাসা থেকে লোক এনে অ্যাপ তৈরি করা হোক। তাদের বলা হোক ভারতীয় অ্যাপ তৈরি করতে যাতে ভারতের মানুষ চাকরি পায়। তাহলে আর চিনা পণ‍্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না কাউকে। ভবিষ‍্যতের চিন্তা না করেই মোদী সরকার সিদ্ধান্ত নিচ্ছে বলেও তোপ দাগেন নুসরত।

এর আগে অভিনেত্রী বলেছিলেন, টিকটক ব‍্যান করা সরকারের হঠকারী সিদ্ধান্ত। এটি একটি বিনোদনের জন‍্য বানানো অ্যাপ। ভবিষ‍্যতের জন‍্য সরকারের পরিকল্পনা কি তাও প্রশ্ন তুলেছেন নুসরত। তাঁর অভিযোগ, মানুষকে বেকারত্বের যন্ত্রণা সহ‍্য করতে হবে এবার। নোটবন্দির মতো অবস্থা হবে।

তবে এই ব‍্যান নিয়ে তাঁর কোনও অসুবিধা নেই বলেই মন্তব‍্য অভিনেত্রীর। দেশের সুরক্ষার জন‍্য এই সিদ্ধান্ত হলে কোনও অভিযোগ থাকার কথাও নয়। কিন্তু যেসব চিনা সংস্থা ইতিমধ‍্যেই দেশে বিনিয়োগ করেছে তাদের কি হবে? যারা দেশে চিনা দ্রব‍্য আমদানি রফতানির কাজ করেন তারাই বা কি করবেন? প্রশ্ন তুলেছেন নুসরত।

Niranjana Nag

সম্পর্কিত খবর