বাংলাহান্ট ডেস্ক: মা দুগ্গা বিদায় নিয়ে চললেন কৈলাসের পথে। আবারো এক বছরের অপেক্ষা নিয়ে কর্মজীবনে ফিরছেন সকলে। যেসব মণ্ডপে এখনো ঠাকুর থাকবে সেখানে দর্শনার্থীদের ঢলও নামবে। কিন্তু খাতায় কলমে দশমী হয়েই গিয়েছে। তারকারাও বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীদের। বিশেষ ফটোশুট করে বিজয়ার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহানও (Nusrat Jahan)।
এ বছরও পুজোটা সঙ্গী যশ দাশগুপ্তের সঙ্গেই কেটেছে নুসরতের। সারা বছর কাজের ফাঁকে পুজোর কটা দিন নিজেদের জন্য অখন্ড অবসর পান তাঁরা। এমনিতে যশ নুসরত অবশ্য মাঝে মধ্যেই সময় সুযোগ পেলে ঘুরতে বেরিয়ে পড়েন। কিন্তু গত দু বছর ধরে পুজোতে কলকাতাতেই রয়েছেন তাঁরা। প্যান্ডেল হপিং থেকে শুরু করে ফুচকা খাওয়া, ঢাক বাজানোতেও অংশ নিয়েছেন দুজনে।
সম্প্রতি কিছু পুজো স্পেশ্যাল ফটোশুটের ছবি শেয়ার করেছেন নুসরত। যশের সঙ্গে জুটিতে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন তিনি। ট্র্যাডিশনাল শাড়ি পাঞ্জাবিতে ধরা দিয়েছিলেন দুজনে। বেগুনি শাড়ি, কুন্দনের গয়নায় সেজেছিলেন নুসরত। যশের পরনে ছিল গাঢ় সবুজ পাঞ্জাবি এবং ধুতি। ঈশানের বাবার দিকে একদৃষ্টে তাকিয়ে অভিনেত্রী। তাঁর হাতে ধরা থালায় ফুল ও পঞ্চপ্রদীপ।
বাওয়ালি রাজবাড়িতে শুট করেছেন যশ নুসরত। সেখান থেকেই আরো কিছু ছবি অনুরাগীদের জন্য শেয়ার করেছেন অভিনেত্রী। সাদা লেহেঙ্গা লাল চোলিতে ধরা দিয়েছেন তিনি। সঙ্গে মানানসই গয়না, হাতে আলতা, সিঁথি ভরা সিঁদুর, গালেও সিঁদুরের ছোঁয়া। বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘ঢাকের আওয়াজ মিলিয়ে গেল, পুজো হল শেষ… প্রাণে শুধু জাগিয়ে রেখো এই খুশির রেশ’।
https://www.instagram.com/p/CjU7PhQLrLF/?igshid=YmMyMTA2M2Y=
হিন্দু ধর্মাবলম্বী না হয়েও প্রতি বারই দূর্গাপুজোয় অংশ নেন নুসরত। ঢাক বাজানো থেকে শুরু করে অষ্টমীর অঞ্জলি সবেতেই থাকেন তিনি। এ বছর পুজো শুরুর আগে বিকিনি পরে নতুন কয়েকটি ছবি শেয়ার করে নুসরত লিখেছিলেন, আর ডায়েটিং নয়। পুজোর কদিন চুটিয়ে পেটপুজো করবেন তিনি। যদিও ফুচকা ছাড়া আর কোনো পুজো স্পেশ্যাল খাবারের ছবি শেয়ার করেননি নুসরত।