ছেলে ঈশানকে দেখার জন‍্য বায়না নেটিজেনদের, হাসপাতাল থেকে বাড়ি ফিরেই প্রথম ছবি পোস্ট করলেন নুসরত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন নতুন মা নুসরত জাহান (nusrat jahan)। প্রথমবার মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন। গত শুক্রবার পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। শোনা যাচ্ছে সর্বক্ষণের সঙ্গী যশ দাশগুপ্তের সঙ্গে মিলিয়েই ছেলের নাম তিনি রেখেছেন ঈশান।

সোমবারই সদ‍্যোজাত ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন নুসরত। নিজে গাড়ি চালিয়ে তাঁদের বাড়ি নিয়ে আসেন যশ। বাড়ি ফিরে একদিন কাটতে না কাটতেই সোশ‍্যাল মিডিয়ায় একটি নতুন ছবি শেয়ার করেছেন নুসরত। শুক্রবারের প‍র এই প্রথম ইনস্টাগ্রামে কোনো ছবি শেয়ার করলেন অভিনেত্রী।


না, নিজের সদ‍্যোজাতর ছবি এখনো প্রকাশ করেননি নুসরত। বরং নিজের সম্ভবত পুরনো একটি ছবি শেয়ার করেছেন তিনি। সাদা ও হালকা সবুজ স্লিভলেস পোশাকে দেখা মিলেছে নুসরতের। সঙ্গে মানানসই সুন্দর মেকআপ ও স্টাইল করা ঢেউ খেলানো চুল। নুসরতের ক‍্যাপশন থেকে জানা যাচ্ছে ফটোগ্রাফার সোমনাথ রায় তুলেছেন এই ছবি। কমেন্ট বক্সে ঈশানের ছবি দেখানোর জন‍্য বায়না ধরেছেন অনেকেই।

উল্লেখ‍্য, এই সোমনাথ রায় কিন্তু নুসরতের প্রাক্তন ‘সহবাস সঙ্গী’ নিখিল জৈন এবং যশেরও ছবি তুলেছেন। সদ‍্য সে ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ারও করেছেন নিখিল। যেদিন নুসরত সন্তানের জন্ম দেন সেদিনও সোমনাথ রায়ের তোলা ছবি শেয়ার করেছিলেন যশ।


সোমবার ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে নিজের বালিগঞ্জের বাড়িতে ফিরেছেন নুসরত। তাঁকে বাড়ি ফিরিয়ে আনতে হাসপাতালে গিয়েছিলেন যশ। নুসরতকে হাসপাতালে নিয়েও গিয়েছিলেন তিনি। গোটা সময়টাই ‘প্রিয় বান্ধবী’র পাশে পাশে ছিলেন তিনি। সে ওটি তেই হোক বা সন্তান জন্মের পরেই হোক না কেন।

https://www.instagram.com/p/CTOwyclnvMg/?utm_medium=copy_link

এদিন নুসরতকে বাড়ি ফিরিয়ে আনার সময়েও যশের কোলেই দেখা গেল সদ‍্যোজাতকে। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় এবং বাড়ি পৌঁছে গাড়ি থেকে নামার সময় দুবারই যশের কোলেই ছিল নুসরতের সদ‍্যোজাত ছেলে। গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের ক‍্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। তবে সদ‍্যোজাতর মুখ দেখাননি তাঁরা।

সম্পর্কিত খবর

X