বাবা যশের আঙুল আঁকড়ে ছোট্ট ঈশান, সুখী পরিবারের ছবি শেয়ার করলেন নুসরত

বাংলাহান্ট ডেস্ক: ছোট্ট পরিবার, কিন্তু সুখী পরিবার নুসরত জাহান (nusrat jahan)। প্রথম সংসার ভেঙে সুখের খোঁজে যশ দাশগুপ্তের (yash dasgupta) সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সাংসদ অভিনেত্রী। কাঙ্খিত সুখ খুঁজে পেয়েছেন তিনি। ‘স্বামী’, সন্তান ভরাট সংসার এখন নুসরতের। বিবাদের গুঞ্জন উড়িয়ে বাবার কোলে ছেলের একটি মিষ্টি ছবি শেয়ার করলেন অভিনেত্রী।

সপ্তাহান্তে পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন নুসরত। গত সপ্তাহে যেমন ছেলেকে নিয়ে বাবা ও মাসির নাচ দেখতে বসেছিলেন তিনি। বুঝতে পারলেন না? আসলে টিভিতে যশ ও মিমির একটি ছবির গান চলছিল। অলস দিনে ছেলেকে নিয়ে সেটাই উপভোগ করছিলেন তিনি। এবার বাবার কোল থেকেই ঈশানের (yishaan) একটি ছবি শেয়ার করলেন নুসরত।

nushrat jahan yash dasgupta
সাদা কালো ছবিতে বাবা বা ছেলে কারোর মুখ দেখা না গেলেও বোঝা যাচ্ছে যে ছোট্ট ছোট্ট হাতে যশের আঙুল আঁকড়ে ধরেছে ঈশান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করে নুস‍রত লিখেছেন, ‘কৃতজ্ঞ’। কিছুদিন ধরেই ‘যশরত’এর সোশ‍্যাল মিডিয়া পোস্টে বিচ্ছেদের আভাস পাচ্ছিলেন নেটনাগরিকদের একটা বড় অংশ।

yash
আসলে সম্প্রতি নুসরত নিজের ইনস্টা স্টোরিতে একটি বার্তা দেন। সেখানে লেখা, ‘যে ঘরে শান্তি নেই সে ঘর বিশ্বের সবথেকে জঘন‍্য জেলখানা। আর যে ঘর ভালবাসায় পরিপূর্ণ সে ঘর হল সেরা জেলখানা। সে ঘর কোনোদিনও ছেড়ে যেতে চাই না।’ পালটা যশ ইনস্টা স্টোরিতে লেখেন, ‘জেলে থাকার কী দরকার যখন দরজা হাট করে খোলাই রয়েছে?’

এই দুই বিপরীত পোস্ট দেখেই দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছিলেন নেটিজেনরা। গুঞ্জন বাড়তে থাকায় নিজেই হাল ধরেন নুসরত। যশের সঙ্গে সরাসরি ছবি শেয়ার না করলেও সোশ‍্যাল মিডিয়া পোস্টের মাধ‍্যমেই বুঝিয়ে দেন সব কিছু ঠিকঠাকই আছে। আর এবারে যশের কোলে ছেলের ছবি শেয়ার করেও সুখী, শান্তিপূর্ণ সংসারেরই ইঙ্গিত দিলেন নুসরত।

Niranjana Nag

সম্পর্কিত খবর