ষবাংলাহান্ট ডেস্ক: নিজের লড়াই নিজে লড়তে জানেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। গত কয়েক মাস ধরে সেটাই করে আসছেন তিনি। ‘স্বামী’ নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের অবনতি, যশ দাশগুপ্তের সঙ্গে নতুন সম্পর্কে জড়ানো, তুরস্কে বিয়ে অস্বীকার, সহবাস বিতর্ক, সন্তান জন্ম প্রতিটা বিষয়ই অসম্ভব ঠাণ্ডা মাথায় পরিচালনা করেছেন নুসরত। অবশ্য সন্তানের বাবা হিসেবে পাশে সবসময়ই ছিলেন যশ।
ট্রোল নুসরতের কাছে নতুন কোনো বিষয় নেই। রাজনৈতিক বিষয়েই হোক বা কোনো ব্যক্তিগত ব্যাপারে, পদে পদে সমালোচিত হতে হয় অভিনেত্রীকে। তবে এখন সরাসরি ট্রোলারদের উত্তর না দিয়ে বরং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরোক্ষে বার্তা দিয়ে থাকেন তিনি। এবারেও ঠিক তেমনটাই করেছেন নুসরত।
নিজের ইনস্টা স্টোরিতে একটি বইয়ের পৃষ্ঠার ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে যা লেখা সেটা বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কেউ তোমাকে বেছে নেওয়ার বা পরখ করার অনুমতি দেবে না। এটা তোমার নিজের কাজ। নিজেকে এতটাই বেশি ভালবাসো যে নিজের জন্য কঠিন হওয়া ছাড়া আর কোনো উপায় না থাকে। নিজের জন্য লড়াই করো, নিজেকে তৈরি করো।’
সম্প্রতি নিখিলের বিরুদ্ধে নয়া অভিযোগ তুলেছেন নুসরত। দাম্পত্য জীবনে থাকাকালীন বেশিরভাগ দিনই নাকি নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে বাথরুমেই ঘুমিয়ে পড়তেন নিখিল। শুধু তাই নয়, নুসরতের অভিযোগ তাঁর ‘স্বামী’ নাকি উভকামী। নিখিলের ‘সঙ্গী’রা নাকি নুসরতের ভাল বন্ধু ছিলেন। নিখিলের জন্মদিনের রাতে এমনি একজনের সঙ্গে নাকি স্বামীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন অভিনেত্রী। এই ঘটনায় মারাত্মক মানসিক আঘাত পেয়েছিলেন।
এমনকি অনেক রূপান্তরকামীর সঙ্গেও নাকি সম্পর্ক ছিল নিখিলের। এর জেরেই নাকি ‘বিয়ে’ ভাঙার সিদ্ধান্ত নেন নুসরত। যদিও পুরো বিষয়টাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন নিখিল। তাঁর দাবি, তিনি সম্পূর্ণ স্ট্রেট। ইন্ডাস্ট্রির অনেকেই লাইমলাইটে থাকতে মিথ্যে গসিপ বানায়। তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সম্পর্ককে ভুল ভাবে ব্যাখ্যা করছেন নুসরত, দাবি নিখিলের।