সুখী পরিবার, নতুন সদস‍্যকে স্বাগত জানালেন যশ-নুসরত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরিবারের প্রিয় সদস‍্যের ছবি শেয়ার করলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। যশ দাশগুপ্ত (yash dasgupta) ও নুসরতের প্রিয় এই সদস‍্যকে নিয়ে সুখী পরিবার তিনজনের। সেই সুখী পরিবারের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে তাদেরও আনন্দের অংশ বানালেন নুসরত।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক পোষ‍্য সারমেয়র ছবি শেয়ার করেছেন নুসরত। সঙ্গে শুভসন্ধ‍্যা জানিয়ে লিখেছেন, ‘হ‍্যাপি আস’। একটু ভাল করে নজর করলেই বোঝা যাবে এই পোষ‍্য সারমেয়কে কিন্তু আগেও দেখা গিয়েছে ইনস্টাগ্রামের পাতায়। তবে নুসরতের কাছে নয়, যশ দাশগুপ্তের কাছে।


আসলে এই পোষ‍্য যশেরই। একাধিক বার পোষ‍্যের সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেতা। আর এখন সেই পোষ‍্য নুসরতের কাছে। উপরন্তু অভিনেত্রীর লেখা ‘হ‍্যপি আস’ দেখে জল্পনা বেড়েছে নেটমহলে। যদিও এই ‘আস’ অর্থাৎ আমরা টা কারা কারা তা স্পষ্ট করেননি নুসরত। তবে নেটিজেনদের দুয়ে দুয়ে চার করে নিতে বেশি সময় লাগেনি।

https://www.instagram.com/p/CQ5Pkq-BrZF/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CQp9M_sBRzO/?utm_medium=copy_link

সম্প্রতি শুটিংয়ের কাজ আবারো শুরু করেছেন নুসরত। এতদিন পুরনো ফটোশুটের ছবি ও বাড়িতে তোলা কিছু ছবিই নেটমাধ‍্যমে অনুরাগীদের জন‍্য শেয়ার করে আসছিলেন নুসরত। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থাতেও বাড়িতে বসে থাকার পক্ষপাতী নন তিনি। তাই গোটা টিমের সঙ্গে যোগ দিয়েছেন কাজে। জানা যাচ্ছে একটি ডিটারজেন্টের বিজ্ঞাপনের জন‍্য শুটিং করেছেন নুসরত।

শুটের জন‍্য লুক প্রকাশ‍্যে না আনলেও প‍্যাক আপের পরে গোটা টিমের সঙ্গে তোলা একটি ছবি নেটমাধ‍্যমে শেয়ার করেছেন নুসরত। শেয়ার করেছেন ভ‍্যানিটি ভ‍্যানের মধ‍্যে তোলা একটি ছবিও। নেটজনতার আশা নেটদুনিয়ার পর এবার হয়তো ক‍্যামেরার সামনেও বেবি বাম্প নিয়েই ধরা দেবেন নুসরত।

এর আগে নিখিল জৈন জানিয়েছিলেন নুসরতের সম্ভাব‍্য ডেলিভারির তারিখ ১০ সেপ্টেম্বর। এখন মাঝে মাঝেই সোশ‍্যাল মিডিয়ায় খাবার দাবারের ছবি পোস্ট করেন অভিনেত্রী। প্রেগনেন্সি ক্রেভিংসের জন‍্য টুকটাক নানান খাবার খাচ্ছেন এখন তিনি যা হয়তো আগে খাওয়া সম্ভব ছিল না তাঁর। অতি সম্প্রতি একটি কেকের ছবিও শেয়ার করেন নুসরত যাতে লেখা ছিল ‘ছেলে না মেয়ে’। বোঝাই যাচ্ছে আগামী সেই দিনটার জন‍্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন নুসরত।

সম্পর্কিত খবর

X