বাংলাহান্ট ডেস্ক: ভারতে চালু ৫৯টি চিনা অ্যাপ (chinese app) বন্ধ করে দিয়েছে মোদী সরকার (Modi government)। ভারত-চিন দ্বন্দের আবহে সরকারের এমন একটি পদক্ষেপে খুশি বেশিরভাগ দেশবাসী। এই অ্যাপগুলির মধ্যে অন্যতম টিকটক (tiktok)।
মাত্র কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিল এই অ্যাপ। তারকা থেকে সাধারন মানুষ, সকলেই মজেছিল টিকটকের জাদুতে। তবে টিকটক করতে গিয়ে বা বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে গিয়ে বহু দুর্ঘটনা ঘটেছে এর আগে। তখন কিছুদিনের জন্য বন্ধ হলেও ফের স্বমহিমায় ফিরে এসেছিল এই অ্যাপ।
টলি তারকাদের মধ্যে তৃণমূল সাংসদ নুসরত জাহান (nusrat jahan) ও মিমি চক্রবর্তী (mimi chakraborty) যে টিকটকে বেশ সক্রিয় ছিলেন তা কারওরই অজানা নয়। নতুন কোনও ভিডিও দিলেই নিমেষে তা ভাইরাল হয়ে যেত সোশ্যাল মিডিয়ায়। প্রিয় বন্ধু মিমি চক্রবর্তীর সঙ্গে প্রায়ই ভিডিও করতে দেখা যেত নুসরতকে। মাঝে মাঝে তাঁকে সঙ্গ দিয়েছেন স্বামী নিখিল জৈনও।দুবছর আগে টিকটক জয়েন করেন নুসরত।
টিকটক বন্ধ হওয়ার খবরে কার্যত নাখুশ ছিলেন নুসরত। টিকটক ব্যান নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তবে এবার সম্ভবত তাঁর ক্ষোভের আগুন কিছুটা হলেও স্তিমিত হয়েছে। ভারতে চালু হয়ে গিয়েছে টিকটকের বিকল্প ‘রিল’। ইনস্টাগ্রামের এই বিশেষ ফিচারে টিকটকের মতোই ভিডিও বানানো যাবে।
লিঙ্কে ক্লিক করে দেখুন ভিডিও
https://www.instagram.com/reel/CCWMmW7nS1B/?igshid=6ofi9uyiqoq6
বলা বাহুল্য, ভারতে রিল চালু হতেই তাতে অভিষেক করে ফেলেছেন নুসরত। তবে কোনও নতুন ভিডিও নয়, দুঃস্থ মানুষদের মধ্যে কাপড় বিলি করার একটি পুরনো ভিডিও দিয়েই রিলে পা রেখেছেন সাংসদ অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম রিল ভিডিও। আমার ভক্ত, মানুষদের সঙ্গে দেখা করতে পারছি না, খারাপ লাগছে।’
https://www.instagram.com/reel/CCYv2SeprZF/?igshid=f33ghgux60qo
https://www.instagram.com/reel/CCYdQ-KJfoC/?igshid=al0sfa2cn9zs
https://www.instagram.com/p/CCajsOmhEV6/?utm_source=ig_web_copy_link
রিলে ভিডিও শেয়ার করেছেন মিমি চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী ও শ্রাবন্তী চ্যাটার্জিও। তিনজনকেই দেখা গিয়েছে পোষ্যর সঙ্গে খুনসুটিতে মাততে। রিলে এভাবেই পা রেখেছেন টলিউডের এই চার প্রথম সারির অভিনেত্রী। ভিডিওগুলি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে।