নয়া ছবির জন‍্য চরম ‘বোল্ড’ লুকে ধরা দিলেন নুসরত, মেকআপ রুমের অন্দরের ভিডিও এল প্রকাশ‍্যে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে ‘SOS Kolkata’ ছবির শুটিংয়ে ব‍্যস্ত রয়েছেন নুসরত জাহান (nusrat jahan)। কিছুদিন আগেই সেই ছবির ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন তিনি। ছবির পোস্টার ইতিমধ‍্যে প্রকাশ‍্যে আসলেও নুসরতের লুক নিয়ে তীব্র কৌতূহল ছিল সকলের। অবশেষে অভিনেত্রী নিজেই প্রকাশ‍্যে এনেছেন নিজের ছবির লুক।

এবার আর ছবি নয়, সোজা নিজের মেকআপ রুমের অন্দরে ক‍্যামেরা নিয়ে পৌঁছে গিয়েছেন নুসরত। দেখিয়েছেন ছবিতে তাঁর মেকআপের কিছু ঝলক। করোনা আবহে সমস্ত সুরক্ষাজনিত বিধি মেনেই করা হচ্ছে অভিনেত্রীর মেক আপ। আই মেকআপের কিছু ঝলক ভিডিওতে দেখিয়েছেন নুসরত।


নিজের ইনস্টা হ‍্যান্ডেলে ভিডিওটি পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। এর আগে ছবিতে নিজের লুক অনুরাগীদের সামনে এনেছিলেন নুসরত। কাঁধ পর্যন্ত বব কাট কোঁকড়া চুল এবং বুকে ও পেটের খাঁজে দু দুটি ট‍্যাটু। এই অবতারেই ধরা দিয়েছিলেন নুসরত। এটাই হল আগামী ছবির জন‍্য অভিনেত্রী সাংসদের নয়া লুক। তবে ট‍্যাটুগুলি যে শুধুমাত্র এই ছবির উদ্দেশ‍্যেই আঁকা, পার্মানেন্ট নয় তা নিজেই জানিয়েছিলেন নুসরত।

https://www.instagram.com/p/CEgqTEqnarQ/?igshid=n7he6vdx250v

নিজের ইনস্টা হ‍্যান্ডেলে এই লুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। পাশাপাশি তিনি জানিয়েছিলেন কলকাতার একটি পাঁচতারা হোটেলে হয়েছে এই ফটোশুট। ট‍্যাটু করার সময়ের একটু ঝলকও দেখান নুসরত। প্রিয় ‘বোনু’র ছবিতে মন্তব‍্য করেন মিমি চক্রবর্তীও।

প্রসঙ্গত, ছবিতে মিমি রয়েছেন ক‍্যামিও চরিত্রে। দীর্ঘ লকডাউনের পর সম্প্রতি শুরু হয়েছে ‘SOS Kolkata’র শুটিং। জানা গিয়েছে ছবির চিত্রনাট‍্য লেখা হয়েছে জঙ্গি হানা নিয়ে। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে ছবির প্রথম পোস্টার। যশ দাশগুপ্তকে দেখা গিয়েছে সেই পোস্টারে। শোনা যাচ্ছে চলতি বছর পুজোতেই মুক্তি পাবে এই ছবি। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষনা হয়নি ছবি মুক্তির তারিখ।

X