টোনড শরীর, হট প‍্যান্ট-ক্রপ টপে নুসরত জাহান! নেটিজেনরা বললেন ‘সেক্সিয়েস্ট সাংসদ’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক নতুন নতুন চমক দিয়েই চলেছেন তৃণমূল (tmc) সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। ফিল্মি কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার সব সামলে সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদেরও মন জয় করে চলেছেন অভিনেত্রী সাংসদ। নতুন নতুন ফটোশুট (photoshoot), ভিডিওতে নজর কাড়ছেন তিনি।

আর এই সব কিছুর মধ‍্যেই স্পষ্ট হচ্ছে নুসরতের ফ‍্যাশন সেন্স। সে সাংসদের কোনো কর্তব‍্য পালনেই হোক বা নয়া ছবির জন‍্য শুটে, পোশাকের দিক দিয়ে নুসরতের ফ‍্যাশন চয়েস যে রীতিমতো প্রশংসার যোগ‍্য তা স্বীকার করতেই হয়।

সম্প্রতি একটি নতুন ফটোশুটের ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন নুসরত। লাল হট প‍্যান্ট, লাল হুডি ও কালো ক্রপ টপে বোল্ড লুকে ধরা দিয়েছেন তিনি। পরপর বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CFryyn-n51w/?igshid=pvda54442l3w

৬০ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিগুলিতে। নেটিজেনরাও বেশ প্রশংসা করছেন নুসরতের ফ‍্যাশন চয়েসের। কয়েকজনের বক্তব‍্য, তিনি সবথেকে সেক্সি সাংসদ।

https://www.instagram.com/p/CFpkAbInX0g/?igshid=12hlhqydmp581

এর আগেও একবার বোল্ড লুকে হাজির হয়েছেন অভিনেত্রী। ছোট্ট কালো ক্রপ টপ, তার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে নীল রঙের অন্তর্বাস। সঙ্গে বেইজ প‍্যান্ট। এমনই মোহময়ী অবতারে ধরা দিয়েছেন নুসরত।

https://www.instagram.com/p/CFKX7KBHUo-/?igshid=9k15sgkiv16y

তার আগে কালো লিপস্টিকে ক‍্যামেরাবন্দি হয়ে নজর কেড়েছিলেন নুসরত। কালো লেদার প‍্যান্ট, জ‍্যাকেট, কালো অন্তর্বাস, কালো লিপস্টিক, নুসরত জাহান যেন ‘ব্ল‍্যাক বিউটি’। ফটোশুটে এই অবতারেই ধরা দিয়েছেন তৃণমূল সাংসদ। এর আগে বহুবার বোল্ড লুকে দেখা গেলেও কালো লিপস্টিকে যেন সাহসিকতার অন‍্য মাত্রা স্থাপন করেছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CE9gB2BHAqw/?igshid=10g0z1o94v2yr

রবিবার কলকাতা বিমান বন্দরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন নুসরত। ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিংয়ের জন‍্য লন্ডনে উড়ে গিয়েছেন সাংসদ অভিনেত্রী। অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার হতে চলেছে এই ছবি। নুসরত ছাড়াও ছবিতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ‍্যায়, গৌরব চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ।

নুসরতের এয়ারপোর্ট লুক দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। নীল রঙের প‍্যান্ট ও ও একই রঙের শার্ট পরে এদিন ক‍্যামেরাবন্দি হন নুসরত। সঙ্গে ছিল কালো বুট জুতো ও হলুদ রঙের ব‍্যাগ। মুখে ছিল NJ লেখা মাস্ক। প্রখ‍্যাত ফ‍্যাশন ডিজাইনার চিক্কি গোয়েনকা এই বিশেষ আউটফিটটি ডিজাইন করেছেন অভিনেত্রীর জন‍্য। স্বাভাবিক ভাবেই নুসরতের এই এয়ারপোর্ট লুক বেশ নজর কেড়েছে নেটজনতা ও ফ‍্যাশনিস্তাদের।

সম্পর্কিত খবর

X