জমকালো শাড়ি-গয়নায় সেজে ‘বিয়েবাড়ি’ রেডি নুসরত, ভাইরাল একগুচ্ছ ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক নতুন নতুন চমক দিয়েই চলেছেন তৃণমূল (tmc) সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। ফিল্মি কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার সব সামলে সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদেরও মন জয় করে চলেছেন অভিনেত্রী সাংসদ। নতুন নতুন ফটোশুট (photoshoot), ভিডিওতে নজর কাড়ছেন তিনি।

আর এই সব কিছুর মধ‍্যেই স্পষ্ট হচ্ছে নুসরতের ফ‍্যাশন সেন্স। সে সাংসদের কোনো কর্তব‍্য পালনেই হোক বা নয়া ছবির জন‍্য শুটে, পোশাকের দিক দিয়ে নুসরতের ফ‍্যাশন চয়েস যে রীতিমতো প্রশংসার যোগ‍্য তা স্বীকার করতেই হয়।

সম্প্রতি একটি নতুন ফটোশুটের ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন নুসরত। গোলাপি শাড়ি, সবুজ স্লিভলেস ব্লাউজ, সঙ্গে ভারী সোনার গয়না, সব মিলিয়ে এক সম্পূর্ণ হট প‍্যাকেজ তিনি। বিয়েবাড়ি যাওয়ার আগে বাড়িতেই টুক করে সেজেগুজে ফটোশুট সেরে ফেললেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CIOOovIHfiF/?igshid=y6pv71n3xtws

ছবিগুলি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করতেই তুমুল ভাইরাল। অনুরাগীরা একের পর এক কমেন্টে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নুসরতকে। ভিন্ন পোজে পরপর কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে বিয়েবাড়িতেও নতুন বর বউকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন নুসরত।


প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিংয়ের কাজে লন্ডন গিয়েছিলেন নুসরত জাহান। এই মুহূর্তে চলছে সেই ছবির ডাবিংয়ের কাজ। অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার হতে চলেছে এই ছবি। লেখিকা দেবারতি মুখোপাধ‍্যায়ের ‘নরক সংকেত’ উপন‍্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।

নুসরত ছাড়াও ছবিতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ‍্যায়, গৌরব চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষকে। এছাড়াও ব্রাত‍্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’ ছবিতেও অভিনয় করবেন নুসরত।
দীর্ঘ নয় বছর পর এই ডিকশনারি ছবি দিয়েই ফের পরিচালনায় ফিরছেন ব্রাত‍্য বসু। বুদ্ধদেব গুহর ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ ছোট গল্পের কাহিনি অবলম্বনেই তৈরি হতে চলেছে এই ছবি। চলতি বছরের জানুয়ারিতেই জানা গিয়েছিল ব্রাত‍্য বসুর পরিচালনায় এই ছবিতে অভিনয় করতে চলেছেন নুসরত।

সাংসদ অভিনেত্রী ছাড়াও এই ছবিতে মুখ‍্য ভূমিকায় দেখা যাবে আবির চ‍্যাটার্জি ও পরমব্রত চট্টোপাধ‍্যায়কে। ফেব্রুয়ারিতেই শুরু হয়ে যায় ছবির শুটিং। শুটিং করতে বোলপুরে এসেছিলেন নুসরত।

X