বাংলাহান্ট ডেস্ক: বাংলাহান্ট ডেস্ক: ইনস্টাগ্রাম ছাড়াও টিকটকেও (tiktok) নুসরত জাহানের (nusrat jahan) বেশ দহরম মহরম সেকথা আর নতুন করে বলে দিতে হয়না। নতুন কোনও ভিডিও দিলেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় তা। টিকটকে তাঁর ১ মিলিয়ন ফলোয়ার। ৬ মিলিয়নেরও বেশি লাইক রয়েছে তাঁর টিকটক হ্যান্ডেলে। প্রিয় বন্ধু মিমি চক্রবর্তীর সঙ্গে প্রায়ই ভিডিও করতে দেখা যায় নুসরতকে। মাঝে মাঝে তাঁকে সঙ্গ দেন স্বামী নিখিল জৈনও।
লকডাউনেও সোশ্যাল মিডিয়ার পাশাপাশি টিকটকেও একই রকম সক্রিয় রয়েছেন নুসরত। তবে টিকটক করার জন্য কম সমালোচনা শুনতে হচ্ছে না তাঁকে। অবশ্য যে যাই বলুক না কেন তিনি যে টিকটক বন্ধ করবেন না তা সাফ জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রীর মুখপাত্র।
https://www.instagram.com/p/B93PXhYBFRg/?igshid=b5o4i93pqg3w
আর এবারে আসরে নামলেন নুসরত নিজেই। যাবতীয় ট্রোলের জবাব নিজেই দিলেন তিনি। তাও আবার টিকটকের মাধ্যমেই। সম্প্রতি নিজের টিকটক হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ‘আঁখো মে বসে হো তুম’ গানের সুরে ভিডিও করতে দেখা গিয়েছে তাঁকে। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সমালোচকদের জন্য। আমার তরফ থেকে আপনাদের জন্য ভালবাসা রইল। বিশ্বাস করুন আমি আমার কাজটা জানি।’
প্রসঙ্গত, এর আগে একটি টিকটক ভিডিও শেয়ার করেছিলেন সাংসদ অভিনেত্রী। পরনে কালো ক্রপ টপ, হট প্যান্ট, একটি ইংরেজি গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছিল নুসরতকে। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
https://www.instagram.com/p/B5_KnFAhDm7/?igshid=res1x009ib2s
আর এর জন্যই তীব্র সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। বসিরহাটে মানুষ খেতে পাচ্ছেন না আর এদিকে নুসরত সাংসদ হয়ে টিকটক করছেন, এমন বহু সমালোচনার তীর ধেয়ে আসে তাঁর দিকে। সেসব ট্রোলিংয়েরই এবার জবাব দিলেন নুসরত।