বাংলাহান্ট ডেস্ক: একুশের ভোটের আগে বিজেপির (bjp) বিরুদ্ধে রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছেন তৃণমূল (tmc) সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। রাজনীতির ময়দানে বিরোধী দলকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন তিনি। তাই কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন সাংসদ অভিনেত্রী।
এবার নুসরতের নিশানায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তাঁর সাম্প্রতিক বিতর্কিত ভাষনকেই হাতিয়ার করে এবার সোচ্চার হয়েছেন নুসরত। সম্প্রতি এক সভায় দিলীপ ঘোষের বক্তৃতা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ভাষনে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “পুলিসের লোক যারা নেতাদের চামচাগিরি করছেন, পকেট ভরছেন, আনন্দে আছেন। এই আনন্দ আর বেশিদিন টিকবে না। এক বছর পরে বউ বাচ্চার মুখ দেখতে দেব না। এখানে দু নম্বরি করে ছেলেকে ব্যাঙ্গালোরের কলেজে ভর্তি করেছেন। ওদের পড়াশোনা শেষ হবে না। ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। তাদের পরিযায়ী শ্রমিক করে ছাড়ব।”
তিনি আরও বলেন, “সকালে উঠেই ফোন আসে আমাদের অমুককে ধরে নিয়ে গেছে পুলিস। কি পাপ করেছে ওরা? বিজেপি করা পাপ? যদি তাই হয়ে থাকে আবার করব। কতজনকে অ্যারেস্ট করবে ওরা?”
দিলীপ ঘোষের এই বিতর্কিত ভাষনের ভিডিও এবার টুইটারে শেয়ার করেছেন নুসরত। বিজেপি নেতাকে একহাত নিয়ে তিনি লিখেছেন, ‘এভাবেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাবু ‘সোনার বাংলা’ বানানোর পরিকল্পনা করেন। স্যর, আপনার রক্তে ভেজা হাতে রাজ্য মৃত্যু ও ধ্বংসের ভয়াবহতায় ডুবে যাবে।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, বিজেপি মানেই হিংসা।
This is how @BJP4Bengal State President @DilipGhoshBJP Babu plans to lay the foundation for "Sonar Bangla". The state will plunge into death & destruction in your blood soaked hands, Sir!#BJPMeansViolence pic.twitter.com/CO4Y4Tyzze
— Nussrat Jahan (@nusratchirps) September 7, 2020
প্রসঙ্গত, এর আগে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের প্রাঙ্গনে ময়ূরদের খাওয়ানোর ভিডিওর প্রসঙ্গ তুলে মোদীকে বেঁধেন নুসরত। টুইটে তিনি লেখেন, ‘নরেন্দ্র মোদীজি যখন ময়ূরদের সঙ্গে ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন, দেশের বেকারত্বের হার তখন ক্রমশ উর্দ্ধমুখী হচ্ছিল। শুধুমাত্র রাজনৈতিক অনুপ্রেরণামূলক ভিডিও না করে দেশের মানুষকে দেওয়া ২ কোটি কর্মসংস্থানের প্রতিজ্ঞাটাও রাখা উচিত।’