বাবা করোনা আক্রান্ত আর মেয়ে হটপ‍্যান্ট পরে টিকটক করছেন! নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে নুসরত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলাহান্ট ডেস্ক: ইনস্টাগ্রাম ছাড়াও টিকটকেও (tiktok) নুসরত জাহানের (nusrat jahan) বেশ দহরম মহরম সেকথা আর নতুন করে বলে দিতে হয়না। নতুন কোনও ভিডিও দিলেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় তা। টিকটকে তাঁর ১ মিলিয়ন ফলোয়ার। ৬ মিলিয়নেরও বেশি লাইক রয়েছে তাঁর টিকটক হ্যান্ডেলে। প্রিয় বন্ধু মিমি চক্রবর্তীর সঙ্গে প্রায়ই ভিডিও করতে দেখা যায় নুসরতকে। মাঝে মাঝে তাঁকে সঙ্গ দেন স্বামী নিখিল জৈনও।
লকডাউনেও সোশ‍্যাল মিডিয়ার পাশাপাশি টিকটকেও একই রকম সক্রিয় রয়েছেন নুসরত।

https://www.instagram.com/p/B_U6SNFHOTT/?igshid=eic2xsnk125e

 

সম্প্রতি আরেকটি টিকটক ভিডিও শেয়ার করেছেন সাংসদ অভিনেত্রী। পরনে কালো ক্রপ টপ, হট প‍্যান্ট, একটি ইংরেজি গানের তালে কোমর দোলালেন নুসরত। সম্প্রতি আরেকটি টিকটক ভিডিও শেয়ার করেছেন সাংসদ অভিনেত্রী। পরনে কালো ক্রপ টপ, হট প‍্যান্ট, একটি ইংরেজি গানের তালে কোমর দোলালেন নুসরত। বলা বাহুল‍্য পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।

https://www.instagram.com/p/B_KH98_HKMF/?igshid=1qv0z8nmjkenu

অনুরাগীদের একাংশ বেশ প্রশংসা করেছেন অভিনেত্রীর নাচের। আবার অনেকে কটাক্ষও করেছেন। তাদের বক্তব‍্য, নুসরতের বাবা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। মা বোন কোয়ারেন্টাইনে। সেখানে তিনি এভাবে নেচে সময় কাটাচ্ছেন!

https://www.instagram.com/p/B_KKT0kHzG4/?igshid=nzhzawec2ea4

অবশ‍্য এর আগেও নানা ভিডিও ছবি শেয়ার করেছেন তিনি অনুরাগীদের জন‍্য। কিছুদিন আগেই বিরিয়ানি রান্না করা শিখিয়েছিলেন তারপর নিয়ে এলেন বিহারি চিকেনের রেসিপি (chicken recipe)। এমনকি লকডাউনে গৃহবন্দি হয়ে নায়িকার মতো করে সেজে ফটোশুটও করেছেন তিনি। তবে এর পাশাপাশি মানুষকে সতর্ক করার কাজও করছেন নুসরত। চেতলা বাজারে দেখা মিলেছিল তাঁর। নিজের বাড়ির জিনিসপত্র কেনার পাশাপাশি মানুষকে সোশ‍্যাল ডিসট‍্যান্সিং মেনে চলার পাঠও দিয়েছিলেন নুসরত জাহান।

অপরদিকে পরপর দুবার পরীক্ষার পরও নুসরতের বাবার লালারসে মিলেছে করোনার প্রমাণ। এই মু্হূর্তে হাসপাতালে ভর্তি তিনি। অভিনেত্রীর মা ও বোন রয়েছেন ১৪ দিনের কোয়ারেন্টাইনে।

সম্পর্কিত খবর

X