হিজাব পরলেও সমস্যা, বিকিনি পরলেও সমস্যা! বিজেপি সবাইকে চালনা করছে: নুসরত

বাংলাহান্ট ডেস্ক: ‘পাঠান’ (Pathan) নিয়ে এখন দু ভাগে বিভক্ত নেটিজেনরা। রাজনৈতিক থেকে বিনোদন দুনিয়ার ব্যক্তিত্বরাও ‘বেশরম রঙ’ নিয়ে দোলাচলে। দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনিই এখন বিতর্কের কেন্দ্রে। হিন্দুত্ববাদী সংগঠনের তরফে বারংবার পাঠান বয়কটের ডাক তোলা হচ্ছে। এমনকি মুসলিমদের তরফেও ছবিটি নিষিদ্ধ করার দাবি উঠছে।

তবে এত নিন্দা, সমালোচনার মধ্যেও এমন কয়েকজন রয়েছেন যারা পাঠান ছবির হয়ে কথা বলেছেন। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহানও (Nusrat Jahan)। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার গেরুয়া বিকিনি লুকের ঢালাও প্রশংসা করেন তিনি। তিনি বলেন, বেশরম গানে দীপিকাকে দেখে তিনি মুগ্ধ।

Nusrat jahan
তীব্র কটাক্ষ শানিয়ে নুসরত বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল মানুষের মগজ ধোলাই করার চেষ্টা করছে। তাদের সবেতেই সমস্যা। মেয়েরা হিজাব পরলেও সমস্যা, বিকিনি পরলেও সমস্যা। তরুণ প্রজন্মের মহিলাদের কী পরতে হবে না হবে সেসব তারাই ঠিক করে দিচ্ছে।

নুসরত আরো বলেন, ‘ওরা আমাদের জীবন চালনা করার চেষ্টা করছে। কে কী খাবে, কী পরবে, কীভাবে কথা বলবে, কীভাবে চলবে, স্কুলে কী শেখাবে, টিভিতে কী দেখাবে, এই তথাকথিত ‘নতুন’ ভারতে আমাদের সবকিছুই অন্যরা চালনা করছে। এটা ভয়ঙ্কর। আমার ভয় হয় যে ভবিষ্যতে আমরা কোথায় গিয়ে দাঁড়াব’।

উল্লেখ্য, ‘বেশরম রঙ’ নিয়ে টুইট যুদ্ধে জড়িয়েছে তৃণমূল-বিজেপিও। সম্প্রতি KIFF এর মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অরিজিৎ সিং এর ‘গেরুয়া’ গানটি গাওয়া নিয়ে প্রশংসা করেন বিজেপির অমিত মালব্য। পালটা তৃণমূল নেতা ঋজু দত্ত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির একটি পুরনো ভিডিও শেয়ার করেন, যেখানে স্মৃতিকে গেরুয়া বিকিনিতে হাঁটতে দেখা যায়।

তৃণমূলের তরফে কটাক্ষ করা হয়, বিজেপি এমন করছে যেন গেরুয়া রঙ তাদের পৈতৃক সম্পত্তি। দীপিকা গেরুয়া বিকিনি পরলে বিতর্ক তুঙ্গে ওঠে, অথচ স্মৃতি ইরানি যখন একই কাজ করেন তখন সবাই সাময়িক ভাবে দৃষ্টি হারায়।


Niranjana Nag

সম্পর্কিত খবর