‘ভারত আত্মনির্ভর হয়ে যাবে, আপনি টেলিপ্রম্পটার ছাড়ুন’! বক্তৃতা-বিতর্ক নিয়ে নরেন্দ্র মোদীকে বিদ্রূপ নুসরতের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টেলিপ্রম্পটার ব‍্যবহার করে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)! সোমবারে ‘দ‍্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’এ একটি ঘটনার পর থেকেই এমনি দাবি তুলে সরব হয়েছে বিরোধীরা। এদিন বক্তৃতার মাঝে আচমকাই থেমে গিয়ে অপ্রস্তুত হয়ে পড়তে দেখা যায় প্রধানমন্ত্রীকে। বিষয়টা নিয়ে ইতিমধ‍্যেই সমালোচনা, কটাক্ষে মেতেছে বিরোধী পক্ষ। সেই রেশ টেনে এবার মোদীকে নিশানা করলেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরত জাহানও (nusrat jahan)।

করোনা পরিস্থিতির শুরু থেকেই প্রধানমন্ত্রীর মুখে বারংবার আত্মনির্ভরশীলতার কথা শোনা গিয়েছে। আর এই কথাটাকেই বহুবার কটাক্ষ করার জন‍্য ব‍্যবহার করেছে তৃণমূল সহ অন‍্য বিরোধী রাজনৈতিক দলগুলি। সদ‍্য টুইটে আবারো এই ভাবেই প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন নুসরত।


একটি মিম ভিডিও শেয়ার করে সাংসদ অভিনেত্রী লিখেছেন, ‘সময় এসে গিয়েছে আমাদের “আদরনীয় প্রধানমন্ত্রী” নরেন্দ্র মোদী জির এবার নেতৃত্ব দেওয়া শেখার। ভারত তো আত্মনির্ভর হয়ে যাবে। আপনি টেলিপ্রম্পটারটা আগে ছাড়ুন।’

সোমবার ‘দ‍্য ডাভোস এজেন্ডা সামিট’ এ প্রধানমন্ত্রীর বক্তৃতার যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে হঠাৎ করেই তাঁকে বক্তৃতা থামিয়ে ইতিউতি চাইতে দেখা যায়। অপ্রস্তুত ভাব কাটাতে তড়িঘড়ি ইয়ার পিস কানে তুলে নিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, তাঁর কথা কি শোনা যাচ্ছে? অনুবাদক তাঁর কথা স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন কিনা। এরপরেই কিছুক্ষণের জন‍্য সম্প্রচার বন্ধ করে দেওয়া। তারপ‍র ফের প্রথম থেকে বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী।


উল্লেখ‍্য, বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এলে তাঁর বিরুদ্ধে একের প‍র এক কটাক্ষের তীর ছুঁড়েছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি দাবি করেছিলেন, টেলিপ্রম্পটার ছাড়া ভাষণ দিতে পারেন না প্রধানমন্ত্রী। আর সোমবারের ঘটনা বিরোধীদের  কোর্টেই বল ঠেলে দিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও কটাক্ষ করেছেন, ‘এত মিথ‍্যে টেলিপ্রম্পটার নিতে পারেনি!’

সম্পর্কিত খবর

X