বাংলাহান্ট ডেস্ক: নেটমাধ্যমে নুসরত জাহানকে (nusrat jahan) নিয়ে ট্রোল (troll), সমালোচনা থামার কোনো লক্ষণ নেই। প্রথমে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন, অন্তঃসত্ত্বা হওয়া এবং তারপর নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার, সব মিলিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন অভিনেত্রী সাংসদ। ফলতঃ সোশ্যাল মিডিয়ায় তিনি যাই শেয়ার করছেন তার জন্য ট্রোলড হতে হচ্ছে তাঁকে। এবার সরাসরি নুসরতের মৃত্যুকামনা করে বসলেন এক নেটনাগরিক।
সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করেন নুসরত। তাঁর ক্যাপশনটি বিশেষ ভাবে নজর কেড়েছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের উদ্দেশে তীব্র কটাক্ষ করে তাদের বোধোদয় হওয়ার আশাপ্রকাশ করেছেন অভিনেত্রী। কিন্তু তাতে কটুক্তি কমার বদলে আরো বেড়ে গিয়েছে।
এক ব্যক্তির প্রশ্ন, মৃত্যুর আগে নুসরত যেন বলে যান তাঁকে দাহ করা হবে নাকি দাফন? আবার একজন নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গ তুলে কটাক্ষ ছুঁড়েছেন, এখন আর পূর্ণাঙ্গ ছবি তুলতে পারেন না নুসরত। তবে অনেককেই পাশে পেয়েছেন অভিনেত্রী। তাঁর হয়ে ট্রোলারদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অনেকেই। এই ধরনের মানুষদের জন্যই যে নুসরত এই ক্যাপশন দিয়েছেন তা মনে করিয়ে দিয়েছেন তারা।
সম্প্রতি সুখী পরিবারের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে তাদেরও আনন্দের অংশ বানান নুসরত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক পোষ্য সারমেয়র ছবি শেয়ার করেছেন নুসরত। সঙ্গে শুভসন্ধ্যা জানিয়ে লিখেছেন, ‘হ্যাপি আস’। একটু ভাল করে নজর করলেই বোঝা যাবে এই পোষ্য সারমেয়কে কিন্তু আগেও দেখা গিয়েছে ইনস্টাগ্রামের পাতায়। তবে নুসরতের কাছে নয়, যশ দাশগুপ্তের কাছে।
https://www.instagram.com/p/CRViXhGnMy8/?utm_medium=copy_link
আসলে এই পোষ্য যশেরই। একাধিক বার পোষ্যের সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেতা। আর এখন সেই পোষ্য নুসরতের কাছে। উপরন্তু অভিনেত্রীর লেখা ‘হ্যপি আস’ দেখে জল্পনা বেড়েছে নেটমহলে। যদিও এই ‘আস’ অর্থাৎ আমরা টা কারা কারা তা স্পষ্ট করেননি নুসরত। তবে নেটিজেনদের দুয়ে দুয়ে চার করে নিতে বেশি সময় লাগেনি।