বাংলাহান্ট ডেস্ক: একাধারে তিনি টলিউডের (tollywood) প্রথম সারির অভিনেত্রী, আবার অপরদিকে তৃণমূলের (tmc) সাংসদও বটে। দুটো দায়িত্ব সমান তালেই চালাচ্ছেন নুসরত জাহান (nusrat jahan)। মাঝে মাঝে ট্রোলের (troll) শিকার যে হতে হয় না তা একেবারেই নয়। অতি সম্প্রতিই তুমুল ট্রোলের মুখে পড়তে হয়েছে নুসরতকে।
সম্প্রতি নিজের একটি নতুন গুণের পরিচয় দেন নুসরত। তিনি যে ভাল ছবিও আঁকতে পারেন তা অনেকেই জানতেন না। এদিন সাদা ক্যানভাসে বুদ্ধের ছবি আঁকতে দেখা যায় তাঁকে। একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে বড় সাদা ক্যানভাসে আঁকা বুদ্ধের মুখ। তার।পাশে আঁকা পাতার মধ্যে হলুদ রঙ ভরছেন নুসরত।
আর এতেই ফের ট্রোলের শিকার হন নুসরত। আবার কোন শিল্পীর ছবির উপর নিজে তুলি চালাচ্ছেন সাংসদ? উড়ে আসে এমন প্রশ্ন। আবার একজন কটাক্ষ করে লেখেন, ছবি কেনার লোক আছে তো? তবে প্রশংসাও কম পাননি অভিনেত্রী। অনেকেই তারিফ করেন নুসরতের এই প্রতিভার।
তবে ট্রোলের পালটা জবাব দিতেও জানেন নুসরত। সব ট্রোল, সমালোচনাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি। এই যেমন সানবাথ নিতে নিতেই অনলাইন ট্রোলারদের উদ্দেশে তাঁর তীর্যক বার্তা, ‘আমাকে পড়লে আর গ্র্যাজুয়েট হতে পারবেন না’। সোজাসুজি বা কটাক্ষ দরকার মতো ট্রোলারদের ভালই ডোজ দিতে জানেন নুসরত। তিনি নিজের মতোই থাকবেন, নিজের মতো করে চলবেন। তাই তাঁকে ট্রোল করে যে আখেরে খুব একটা লাভ নেই সেটাই পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী সাংসদ।
https://www.instagram.com/p/CIsJqyjnOQf/?igshid=5tim6cse43iw
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিংয়ের কাজে লন্ডন গিয়েছিলেন নুসরত জাহান। এই মুহূর্তে চলছে সেই ছবির ডাবিংয়ের কাজ। অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার হতে চলেছে এই ছবি। লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের ‘নরক সংকেত’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।