বাংলাহান্ট ডেস্ক: ট্রোলারদের অন্যতম প্রিয় শিকার নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁর ব্যক্তিগত জীবনের নানান কাণ্ডকারখানা থেকে পোশাক আশাক, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি, ভিডিও সব কিছুর জন্যই ট্রোল হন তিনি। বিশেষ করে ধর্মকে টেনে এনে প্রায়ই আক্রমণ করা হয় নুসরতকে। কিন্তু পাত্তা দেওয়ার পাত্রী তিনি নন। নিজের মন মর্জি মতো চলতেই ভালবাসেন অভিনেত্রী।
চলছে পবিত্র রমজান মাস। অভিনেতা অভিনেত্রীরাও সোশ্যাল মিডিয়ায় যথা সম্ভব বুঝেশুনেই পোস্ট শেয়ার করছেন। কিন্তু ব্যতিক্রম নুসরত। তিনি রয়েছেন নিজের খেয়ালে। সম্প্রতি একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। ধূসর প্যান্ট, কালো ব্রালেট এবং ধূসর জ্যাকেটে একের পর এক পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘আমি হয়তো পোজ বদলাতে পারি, কিন্তু অ্যাটিটিউড নয়’।
স্বাভাবিক ভাবেই কমেন্ট বক্সে কটাক্ষ শানানোর সুযোগ ছাড়েননি নেটিজেনদের একাংশ। একজন প্রশ্ন করেছেন, রমজান মাস চলছে। নুসরত কি সেটা ভুলে গিয়েছেন? কারোর কটাক্ষ, নুসরত নাকি মুসলিম জাতির কলঙ্ক। আবার অনেকে রীতিমতো বডি শেমিং করেছেন অভিনেত্রীকে। একজন লিখেছেন, আর বডি দেখিয়ে লাভ নেই। যা ভাল আগেই লাগত। এখন কঙ্কাল লাগে।
ইনস্টাগ্রামে এই ধরণের ছবি শেয়ার করলেও ফেসবুকে কিন্তু আবার অন্য রূপ নুসরতের। মেয়র ফিরহাদ হাকিম কন্যা প্রিয়দর্শিনী হাকিমের উদ্যোগে আয়োজিত দাওয়াত-এ-ইফতারে অংশ নিয়েছিলেন বসিরহাটের সাংসদ। সেখানে কিন্তু খোলামেলা পোশাকের বদলে সালোয়ার কামিজ পরে, মাথায় ওড়না ঢাকা দিয়ে গিয়েছিলেন তিনি।
একই অঙ্গে দুই রূপ দেখে ফের একচোট ট্রোলের মুখে পড়েছেন নুসরত। একজন কটাক্ষ করেছেন, শাঁখা সিঁদুর না থাকায় খুব হতাশ হলাম। আবার কেউ রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘এইগুলোই হলো সমাজে মুখোশ ধারি। এরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মুখোশ পরিবর্তন করে। এদের থেকে সকল ধর্মের মানুষ সাবধান থাকবেন।’