বুকের উপরে জয়ের বার্তা, উলটো হয়ে শুয়ে ছবি তুললেন নুসরত, নেটিজেনদের খোঁচা, সাংসদের অবস্থা দেখুন!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বৃষ্টিভেজা রাতে যেন আগুন ঝরালেন নুসরত জাহান (Nusrat Jahan)। শনিবারের রাতে অলস সময় কাটাচ্ছেন অভিনেত্রী সাংসদ। কাজের ফাঁকে নিজের ব‍্যক্তিগত জীবনের কিস্সাও মাঝে মাঝে অনুরাগীদের সঙ্গে তিনি শেয়ার করেন বইকি‌। তবে তার জন‍্য সমালোচিতও হন। ধেয়ে আসে কুৎসিত ট্রোল। কিন্তু নুসরত বরাবরই বেপরোয়া। জীবনটাকে নিজের মতো করে বাঁচতেই ভালবাসেন তিনি।

শনিবার যেমন অনুরাগীদের জন‍্য একটা চমক অপেক্ষা করছিল নুসরতের তরফে। একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখালেন নিজেকে। বিছানার উপরে শুয়ে পড়ে উলটো হয়ে লেন্সবন্দি হয়েছেন নুসরত। পরনে সাদা ক্রপ টপ আর নীল ডেনিম হট প‍্যান্ট। টপের ফাঁক দিয়ে বুকের উপরে খোদাই করা ‘ভিক্টরি’ ট‍্যাটুটা পুরো স্পষ্ট। বেশ আবেদনময়ী ভঙ্গিতে ধরা দিয়েছেন নুসরত।

ছবি দুটি শেয়ার করতেই উড়ে এসেছে একের পর এক কটাক্ষ। কারোর তীর্যক মন্তব‍্য, সাংসদের অবস্থা দেখুন। আবার কেউ কটাক্ষ করেছেন, বসিরহাটের রাস্তায় ইঁটগুলোও এমন ভাবেই পড়ে আছে। অনেকের নজর আবার পড়েছে নুসরতের হাতের একাধিক কাটা দাগে।

দিন কয়েক আগে এক চারপেয়ে বন্ধুকে কোলে তুলে আদর করার ফাঁকে ছবি শেয়ার করেছিলেন নুসরত। সারমেয়টিও অভিনেত্রীর মুখের দিকে তাকিয়ে পোজ দিয়েছে ক‍্যামেরার সামনে। সবার সঙ্গে এই নতুন বন্ধুর পরিচয় করিয়ে দিয়ে নুসরত জানিয়েছিলেন, এর নাম জোয়ি। অভিনেত্রীর প্রতিবেশী সে।

https://www.instagram.com/p/CgEs_YsvxWH/?igshid=YmMyMTA2M2Y=

 

সাদা ক্রপ টপ আর প‍্যান্ট পরে এদিন দেখা মেলে নুসরতের। চোখে বড় ফ্রেমের সানগ্লাস। নতুন হেয়ারস্টাইল শো অফ করে তিনটি ছবি শেয়ার করেছিলেন নুসরত। কিন্তু ট্রোলের হাত থেকে রেহাই পাননি তিনি। ‘কুকুরের মতোই লাগছে’, ‘যেমন চশমা তেমন ঠোঁট, দুটোই বড়’ এমনি সব মন্তব‍্য উড়ে আসে। আরেকজন পরামর্শ দিয়েছিলেন, কুকুরের যত্ন না করে বরং নিজের ছেলেকে দেখুন।

X