বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে একযোগে ছুটি কাটাতে যাওয়ার পরামর্শ দিয়ে ট্রোলের শিকার হয়েছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। তারপরেই বসিরহাট লোকসভা কেন্দ্রের বেশ কিছু জায়গায় ‘সন্ধান চাই’ এর পোস্টার পরে নুসরতের নামে। সম্প্রতি আবার প্রধানমন্ত্রীর উদ্দেশে কটাক্ষের তীর ছুঁড়ে নুসরত বোঝালেন, তিনি ‘নিখোঁজ’ হননি।
একটা সময় ছিল যখন লাগাতার টুইট যুদ্ধ লেগেই থাকত তৃণমূলের তারকা সাংসদ ও বিজেপির মধ্যে। খোঁচা মারার কোনো সুযোগই হাতছাড়া করতেন না নুসরত। কখনো তাঁর নিশানায় থাকতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কখনো বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য।
এখন সেসব দিন গিয়েছে। নুসরতের টুইটারে রাজনৈতিক টুইট কম, বিনোদন জগৎ সংক্রান্ত টুইট বেশি। কচিৎ কদাচিৎ জেগে ওঠে অভিনেত্রীর সাংসদ সত্ত্বা। তখন টুইট বাণ ছোঁড়েন কেন্দ্রীয় শাসক দলের দিকে তাক করে। তবে সম্প্রতি তাঁর নামে নিখোঁজ পোস্টার পড়াতেই সম্ভবত নড়েচড়ে বসেছেন নুসরত।
অন্তত নেটনাগরিকদের তো তেমনটাই মত। অতি সম্প্রতি বিরোধীদের তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, ছোট ছোট রাজনৈতিক দলগুলি স্বার্থ চরিতার্থের জন্য ছোট ছোট ঘটনাগুলোকে ব্যবহার করে অশান্তির ‘বিষ’ ছড়ানোর জন্য।
নরেন্দ্র মোদীর এই মন্তব্যের উত্তরে পালটা নুসরতের কটাক্ষ, নরেন্দ্র মোদী বঙ্গ বিজেপির কথাই বলছেন। টুইটের উত্তরে অভিনেত্রী সাংসদকেই ট্রোল করেছেন নেটিজেনরা। কারোর প্রশ্ন, ‘দিদি আপনি মাঝখানে কোথায় গায়েব হয়ে গেছিলেন ?? নিখোঁজ হওয়ার পোষ্টার পড়ে গেলো আপনার নামে’ আবার কেউ মন্তব্য করেছেন, বসিরহাট নুসরতকে খুঁজছে। পোস্টারও পড়ে গিয়েছে। টিকটকার দিদি কোথায়?
https://twitter.com/nusratchirps/status/1527871834615533568?t=ayrH8iJcQ1vT_czXQKd45Q&s=19
প্রসঙ্গত, মা হওয়ার পর একবারই নিজের লোকসভা কেন্দ্রে দেখা গিয়েছিল নুসরতকে। সেখানকার ক্ষুব্ধ বাসিন্দাদের উদ্দেশে অভিনেত্রী সাংসদের সাফাই ছিল, তাঁর ছেলে তো ছোট। মাকে দিয়ে এত কাজ করালে হবে? তারপর বসিরহাটে সশরীরে না গেলেও সঙ্গী যশের সঙ্গে প্রায়ই এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা গিয়েছে নুসরতকে।
ফলাফল, ‘সাংসদের সন্ধান চাই’ বলে পোস্টার। আর সেই কারণেই নাকি তড়িঘড়ি রাজনৈতিক পোস্ট নুসরতের। যদিও নেটনাগরিকদের ট্রোল নিয়ে কখনোই মাথা ঘামাননি অভিনেত্রী। এবারেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাঁর তরফে।