বাংলাহান্ট ডেস্ক: সবাই সবকিছুতে পারফেক্ট হয় না। একথা কে না জানে? তবুও বিনোদন জগতে যেন একটা অলিখিত নিয়ম রয়েছে, অভিনেতা অভিনেত্রী মানেই তাদের সবকিছু জানতে হবেই। অভিনয়ের পাশাপাশি নাচ, গানেও পারদর্শী হওয়াটা যেন বাধ্যতামূলক তাদের জন্য, অন্তত নেটিজেনদের একাংশের ধারণা তেমনটাই। আর সেটা না হলেই তারকাদের কপালে জোটে ট্রোলিং (Troll)। যেমনটা হতে হয়েছে নুসরত জাহানকে (Nusrat Jahan)।
তিনি এমনিতেই ট্রোলারদের প্রিয়। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ চলতেই থাকে। তেমনই কখনো নুসরতের ফিগার নিয়ে, রাজনৈতিক দায়িত্ব, অভিনয় দক্ষতা নিয়েও ওঠে প্রশ্ন। সম্প্রতি একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে গান গাইতে দেখা গিয়েছে নুসরতকে। দু বছর আগের একটি ভিডিওর জন্য আজও ট্রোলড হতে হচ্ছে অভিনেত্রীকে।
একটি স্টেজ পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে নুসরতের। ডিজাইনার ডেনিম জ্যাকেট, টিশার্ট আর জিন্সে ক্যাজুয়াল সাজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। মঞ্চের উপরে নেচে নেচে বলিউডের পুরনো হিট হিন্দি গানগুলি গাইছেন তিনি। ‘তুমসে মিলে দিল মে উঠা দর্দ করারা’ এবং ‘ধীরে ধীরে সে মেরে জিন্দেগি মে আনা’ গানদুটি গাইতে শোনা যায় নুসরতকে।
কিন্তু নুসরতের গানের বহর শুনেই হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘মহালায়িকা ফাটায়ে দিসে!’ আবার কেউ লিখেছেন, ‘গানটার মা মাসি এক করে দিল!’ অনেকে মন্তব্য করেছেন, ‘এর থেকেই বোঝা যায় সবাই সবকিছুতে পারফেক্ট হয় না। গানটা আপনার জন্য নয়। আপনি অভিনয়টাই মন দিয়ে করুন।’ আবার একজন পরামর্শ দিয়েছেন, হয় গান নয়তো হাত পা ছুড়ুন, যেকোনো একটা করুন।
নুসরত অবশ্য প্রথম নন, একাধিক অভিনেতা অভিনেত্রীর গান গাওয়ার ভিডিও নিয়ে ট্রোল হয়েছে নেটপাড়ায়। পছন্দের অভিনেত্রীর মুখে পছন্দের গান শুনে ভিরমি খেয়েছেন অনেকে। তবে বিভিন্ন জায়গায় স্টেজ শো করতে গেলে অনেকেই আবদার জানায় গান গাওয়ার। তাই গানে পারদর্শী না হয়েও গাইতে হয় তাদের।