‘তোর আবার কীসের ইদ রে?’ নুসরতের পোস্টে হিন্দু ধর্মকে গালাগাল কট্টরপন্থীদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ইদের দিনেও ট্রোলের হাত থেকে রেহাই পেলেন না নুসরত জাহান (Nusrat Jahan)। ধর্ম তুলে অশ্লীল কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ইদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করা থেকেই শুরু বিতর্ক। তুইতোকারি থেকে শুরু করে অশ্লীল গালাগালিও দেওয়া হল অভিনেত্রী সাংসদকে।

ঠিক কী হয়েছে? সোশ্যাল মিডিয়ায় ইদ উপলক্ষে কয়েকটি ছবি শেয়ার করেছেন নুসরত। না, চিরাচরিত খোলামেলা পোশাকে নয়। বরং হালকা গোলাপি সালোয়ার কামিজে দেখা মিলল তাঁর। হাতে একটি খাবারের প্লেট নিয়ে বসেছেন তিনি। তাতে নোনতা খাবারের পাশাপাশি রয়েছে ফিরনিও। শুধু হাতে নিয়ে পোজ দেওয়াই নয়, খাবারগুলো খেতেও দেখা গেল নুসরতকে।

nusrat 1

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইদের সবথেকে প্রিয় অংশ, খাওয়াদাওয়ার অংশটা’। কিন্তু নুসরতের এই আপাত সাধারণ পোস্ট দেখেই ক্ষেপে লাল নেটিজেনদের একাংশ। একজন রীতিমতো তুইতোকারি করে লিখেছেন, ‘তোর আবার কীসের ইদ রে? মুসলিম থেকে হিন্দু ধর্ম পছন্দ করিস, তোর আবার কীসের দিন?’

আবার আরেকজন লিখেছেন, ‘আর কত কী দেখব কে জানে, এরা সেলিব্রিটি বলে যা খুশি তাই করে। একদিকে ইদ আরেকদিকে দূর্গাপুজোর অঞ্জলি’। আবার একজন লিখেছেন, নিজে মুসলিম হয়ে একজন অমুসলিমকে বিয়ে করা সম্ভব নয়। যদি না দুজনের মধ্যে একজন ধর্মান্তরিত হচ্ছে। নয়তো একা ইসলামে ‘গুনাহ’। এর থেকে ভাল নুসরত ধর্মই বদলে ফেলুন।

nusrat eid

ধর্ম নিয়ে ট্রোল, কটাক্ষ নুসরতের কাছে নতুন নয়। কিছুদিন আগে রমজান মাসে খোলামেলা পোশাক পরে সমালোচিত হয়েছিলেন তিনি। কিন্তু তুইতোকারি করা হোক বা অশ্লীল কটাক্ষ, কোনো নেতিবাচক মন্তব্যেরই কোনো উত্তর কখনো দেন না নুসরত। নিজের কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থাকেন তিনি।

সম্পর্কিত খবর

X