হাতে শাঁখা পলা, এদিকে সিঁথি ফাঁকা! ‘আবার কোন ছেলের জীবন নষ্ট করবেন?’ নেটিজেনদের প্রশ্ন নুসরতকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জীবনের নতুন ইনিংস শুরু করেই সেলিব্রেশনে মেতেছেন নুসরত জাহান (nusrat jahan)। মাস খানেক আগেই সাংসদ অভিনেত্রীর কোল আলো করে এসেছে প্রথম সন্তান ঈশান। ‘স্বামী’ যশ দাশগুপ্ত ও ছেলে ঈশানকে নিয়ে এখন ভরা সংসার নুসরতের। হ‍্যাঁ, কিছুদিন আগেই তিনি ইঙ্গিত দিয়েছেন যশের সঙ্গে বিয়েটা হয়েই গিয়েছে তাঁর।

এতদিন শাঁখা সিঁদুর না পরলেও এখন সবটা স্বীকারোক্তির পর আর পরায় বাধা নেই। তাই নবমীর সাজে হাতে শাঁখা পলা পরেই ধরা দিলেঞ সাংসদ অভিনেত্রী। গাঢ় নীল রঙের শাড়ি, সোনালি স্লিভলেস ব্লাউজ, দু হাতে মোটা সোনার বালা আর শাঁখা পলায় সেজে লেন্সবন্দি হলেন নুসরত। কিন্তু শাঁখা পলা পরলেও সিঁদুরের চিহ্নও চোখে পড়েনি তাঁর সিঁথিতে।


ছবি ও ভিডিও শেয়ার করতেই ধেয়ে এসেছে নেতিবাচক মন্তব‍্য। বেশিরভাগেরই প্রশ্ন, কার নামে শাঁখা পলা পরেছেন নুসরত? অনেকে আবার আবদার করেছেন স্বামী ও ছেলের সঙ্গে নুসরতের ফ‍্যামিলি ফটো দেখার জন‍্য। সেই সঙ্গে মুসলিম ধর্মাবলম্বী হয়ে শাঁখা পলা পরে দূর্গাপুজো পালনের জন‍্য সমালোচনাও কম হচ্ছে না নুসরতের।


তবে যশরত যেন ঠিক করেই নিয়েছেন এসব নেতিবাচকতাকে আর পাত্তা দেবেন না তাঁরা। পুজো শুরু হতেই একসঙ্গে প‍্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছিলেন যশ নুসরত। পুজোর মণ্ডপ, প্রতিমা বিচারের দায়িত্ব নিয়ে বেরোলেও সুযোগ বুঝে প্রেমও করে নিয়েছেন তাঁরা। ছেলের বাবাকে যেন চোখে হারাচ্ছেন নুসরত। একসঙ্গে ঢাক বাজাতেও দেখা গিয়েছে তাঁদের।

https://www.instagram.com/p/CVBFKbnMVv4/?utm_medium=copy_link

সম্প্রতি চালতা বাগান পুজোর তরফ থেকে সিঁদুর খেলার উপকরণ দিয়ে সাজানো ডালা পাঠানো হয়েছে নুসরতের জন‍্য। সিঁদুর, আলতা, শাঁখা পলা ছাড়াও রয়েছে ধান দূর্বা, আয়না। তারকাদের সিঁদুর খেলার জন‍্য চালতা বাগানের পুজো জনপ্রিয়। নিখিলের সঙ্গে বিয়ের পরেই নতুন বধূ বেশে এই পুজোর সিঁদুর খেলায় অংশ নিয়েছিলেন নুসরত। এখনো নেটমাধ‍্যমে উপলব্ধ সে সমস্ত ছবি।

https://www.instagram.com/reel/CVCfb-fBI_U/?utm_medium=copy_link

তবে এখন ব‍্যাপারটা একেবারেই অন‍্যরকম। নিখিলের সঙ্গে বিয়েটাই অস্বীকার করে বসেছেন নুসরত। এখন যশ তাঁর ‘স্বামী’। তাই এই সিঁদুর খেলার সরঞ্জাম দেখে নেটিজেনদের প্রশ্ন, এবার কি তবে যশকে সঙ্গে নিয়ে সিঁদুর খেলতে যাবেন নুসরত?

X