‘ভোটের আগে হিজাব, ভোটের পর…’ বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে মৌলবাদীদের নিশানায় নুসরত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ধর্ম নিয়ে আক্রমণের শিকার অনেকদিন ধরেই হয়ে চলেছেন নুসরত জাহান (nusrat jahan)। নিখিল জৈনের সঙ্গে ‘বিয়ে’র পর শাঁখা পলা, সিঁদুর পরা নিয়ে, বা দূর্গাপুজোয় অঞ্জলি, সিঁদুর খেলা নিয়ে, এমনকি দূর্গার সাজে ফটোশুটের জন‍্যও মৌলবাদীদের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে নুসরতকে।

বিয়ে না মানা সত্ত্বেও সিঁদুর পরে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন‍্য চরম সমালোচিত হয়েছিলেন নুসরত। এখন আবার যশ দাশগুপ্তকে স্বামী হিসেবে স্বীকার করার পর সিঁদুর পরতে শুরু করেছেন অভিনেত্রী। সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে ট্রোল। এ বছর মণ্ডপে সিঁদুর না খেললেও সাবেকি সাজে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন নুসরত।

Nusrat Jahan can return home on Sunday afternoon
লাল পাড় সাদা শাড়ি, হাতে শাঁখা পলা, কপালে ছোট্ট লাল টিপ, এমনি সাজে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ছবি শেয়ার করতেই প্রশংসার সঙ্গে সঙ্গে ধেয়ে এসেছে ট্রোল। একজনের কটাক্ষ, ‘ভোটের আগে হিজাব পরে ফেসবুকে জুম্মা মুবারক পোস্ট আর ভোটের পর…’। আরেকজনের প্রশ্ন, নুসরতের পদবি কি দাশগুপ্ত হল নাকি জাহানই আছে? আবার একজন নুসরতের ভুল শুধরে লিখেছেন, শাঁখা আগে থাকে তারপর পলা।


সম্প্রতি ভাইরাল হয়েছে যশরতের নবমী রাতের পার্টির ছবি। নবমীর সাজে হাতে শাঁখা পলা পরেই ধরা দিলেন সাংসদ অভিনেত্রী। গাঢ় নীল রঙের শাড়ি, সোনালি স্লিভলেস ব্লাউজ, দু হাতে মোটা সোনার বালা আর শাঁখা পলায় সেজে লেন্সবন্দি হলেন নুসরত।

https://www.instagram.com/p/CVDQWykhm9B/?utm_medium=copy_link

পাশে একই রঙের শাট, জিন্সে যশ। যশের গায়ের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। যশরতের সঙ্গে লেন্সবন্দি হলেন পর্দার ‘আলো’ ওরফে অভিনেত্রী দেবাদৃতা বসুও। যশ নুসরতের ফ‍্যানপেজের তরফে শেয়ার করা হয়েছে ছবিগুলি।

https://www.instagram.com/reel/CVFQ88SBN3x/?utm_medium=copy_link

উল্লেখ‍্য, এই সাজেই নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছিলেন নুসরত যশ। তবে সেখানে অভিনেত্রীর হাতে শাঁখা পলা থাকলেও দেখা যায়নি সিঁদুর। কিন্তু ভাইরাল ছবিতে নুসরতের সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। বোঝাই যাচ্ছে, সচেতন ভাবেই নিজের ইনস্টা হ‍্যান্ডেলের ছবিতে সিঁদুর এড়িয়ে গিয়েছিলেন নুসরত।

X