দুয়ারে সমুদ্র! পাটায়া বিচে বিকিনিতে নুসরত, ভিডিও শেয়ার করতেই সাংসদকে খোঁচা নেটনাগরিকদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। নুসরত জাহান (Nusrat Jahan) এখন যশ দাশগুপ্তের সঙ্গে নতুন সংসার সাজানোর স্বপ্নে বিভোর। যশ নুসরত এখন ‘কাপল গোলস’ নেটপাড়াবাসীর কাছে। তবুও নিন্দুকদের মুখ কি আর সহজে বন্ধ করা যায়? ট্রোল এখনো পুরোপুরি ভাবে এড়াতে পারেননি সাংসদ অভিনেত্রী।

শুধু অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও এক রকম ছিল। কিন্তু নুসরত রাজনীতির আঙিনাতেও পা রেখেছেন বেশ কয়েক বছর হল। প্রথম বারেই ভোটে জিতে বসিরহাটের সাংসদ হয়েছেন তিনি। যদিও বারে বারে অভিযোগ ওঠে, বসিরহাটে তিনি পারতপক্ষে যান না। তবে যশের হাত ধরে মাঝে মধ‍্যেই এদিক সেদিক বেড়াতে চলে যান নুসরত।


এই তেমন মাস খানেক আগে পাটায়া ঘুরতে গিয়েছিলেন দুজনে। কলকাতায় ফেরা ইস্তক ট‍্যুরের টুকটাক ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন তিনি। সম্প্রতি পাটায়ার সমুদ্র সৈকতে সময় কাটানোর একটি ভিডিও শেয়ার করেন নুসরত। সেখানেই নেটিজেনরা জমিয়ে ট্রোল করেছেন সাংসদ অভিনেত্রীকে।

https://www.instagram.com/reel/Cc7nCWVD4SD/?igshid=YmMyMTA2M2Y=

নীল বিকিনি আর হালকা হলুদ রঙা পালাজো করে কখনো বালির উপর দিয়ে হাঁটছেন নুসরত, আবার কখনো জলের উপর দিয়ে দৌড়াচ্ছেন অস্তমিত সূর্যের পানে। ভিডিওর ক‍্যাপশনে নুসরত লিখেছেন, ‘রাণীর মতো জীবন কাটাও।’

https://www.instagram.com/reel/Cc5fnxfjegG/?igshid=YmMyMTA2M2Y=

কিন্তু নেটিজেনরা তো রসিকতার মুডে। রাজস্থান, পাটায়া ঘুরে না বেড়িয়ে কখনো সখনো বসিরহাট যাওয়ারও পরামর্শ দিয়েছেন তারা নুসরতকে। একজনের প্রশ্ন, ‘বসিরহাটের সাংসদ কি বসিরহাট গিয়েছেন নাকি? আগে জানতাম বসিরহাটে সমুদ্র নেই। কিন্তু উনি মুখ‍্যমন্ত্রী হওয়ার পর বসিরহাটে সমুদ্র এসে গিয়েছে। দুয়ারে সমুদ্র কি উন্নয়ন কি ভাল সাংসদ!’

আরেকজনের প্রশ্ন, ‘নতুন রাজার কত নম্বর রানী তুমি? তোমার এখনকার নতুন রাজা তোমার কত নম্বর রাজা?’ এমনকি নুসরতকে ‘মুসলিম জাতির কলঙ্ক’ বলেও কটাক্ষ বলেও করা হয়েছে। কিন্তু বরাবরের মতোই কোনো উত্তর দেননি অভিনেত্রী।

সম্পর্কিত খবর

X