ছি বসিরহাটের কলঙ্ক! কমলা অন্তর্বাস দেখিয়ে ছবি তুলতেই নুসরতকে ছিছিক্কার নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পোশাক নিয়ে বারে বারে বিতর্কের কেন্দ্রে উঠে আসছেন নুসরত জাহান (Nusrat Jahan)। কখনো অন্তর্বাস দেখিয়ে আবার কখনো বিকিনি পরে সোশ‍্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন তিনি। আর নিয়েই শুরু হয় শোরগোল। এবারেও ঠিক তেমনটাই হয়েছে।

আসলে মাস খানেক আগেই পাটায়া ঘুরতে গিয়েছিলেন নুসরত। সঙ্গী হয়েছিলেন যশ দাশগুপ্ত। এখন মাঝে মাঝে সেই ভ‍্যাকেশনের ছবি, ভিডিও শেয়ার করছেন অভিনেত্রী। কিছুদিন আগে সমুদ্র সৈকতে নীল বিকিনি আর হালকা হলুদ রঙা পালাজো পরে ভিডিও শেয়ার করেছিলেন তিনি।

এবারে সাদা নীল টাই ডাই পালাজো, শ্রাগের সঙ্গে কমলা অন্তর্বাস পরে ক‍্যামেরাবন্দি হয়েছেন নুসরত। অভিনেত্রীর ‘সামার ভাইবস’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়। সেই সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ট্রোলাররা।

কেউ বলছেন, ‘মুসলিম নামে কলঙ্ক’ তো কেউ বলছেন ‘বসিরহাটের কলঙ্ক’। অনেকে আবার এমন পোশাক দেখে নুসরতকে মনে করিয়ে দিয়েছেন, তিনি কিন্তু একজন সাংসদ। এসেছে প্রচুর কুরুচিকর মন্তব‍্যও। যদিও নুসরত কোনো কথাই কানে তোলেননি। লোকে যা বলে বলুক, তিনি চলছেন নিজের ছন্দে।

https://www.instagram.com/p/CdQqLmIv-8n/?igshid=YmMyMTA2M2Y=

এর আগেও ইদের দিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়েছিলেন নুসরত। না, শুভেচ্ছা বার্তা নিয়ে নয়। নেটিজেনদের আপত্তি ছিল অভিনেত্রী সাংসদের পোশাক নিয়ে। ইদের দিনে সরু স্ট্র‍্যাপের সাদা সালোয়ার কামিজ পরে একটি ভিডিও বার্তা দেন নুসরত। পাতলা ওড়না নিয়ে রাখলেও নেটিজেনদের নজর এড়ায়নি নুসরতের বুকের ‘ভিক্টরি’ ট‍্যাটু। সঙ্গে সঙ্গে শুরু কটুক্তি আর সমালোচনা।

বুকের ট‍্যাটু দেখানোর এত শখ যে পবিত্র ইদের শুভেচ্ছা জানানোর সময়ও দেখাতে হল?কয়েকজনের চিরাচরিত প্রশ্ন, নুসরত হিন্দু নাকি মুসলিম? এত বছরেও সেটা জেনে উঠতে পারেননি তারা। কিছু মানুষ কয়েকজনের ক্ষোভ জাহির করেছিলেন, রমজান মাসে ‘শরীর দেখিয়েছেন’ নুসরত। নামেই মুসলমান তিনি। জাহান্নামে ঠাঁই হবে অভিনেত্রীর।

সম্পর্কিত খবর

X