পাত্তা নেই নিখিলের, যশের সঙ্গেই গটগটিয়ে নিজের ছবির প্রিমিয়ারে হাজির নুসরত

বাংলাহান্ট ডেস্ক: জল্পনা কল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে নুসরত জাহান (nusrat jahan) ও যশ দাশগুপ্তকে (yash dasgupta) ঘিরে। টলিউডের এই দুই প্রথম সারির তারকার প্রেমের গুঞ্জনই এখন ‘হটকেক’ নেটপাড়ায়। স্বামী নিখিল জৈনের থেকে আগেই মুখ ফিরিয়েছেন নুসরত। এবার নতুন ছবি ‘ডিকশনারি’র (dictionary) প্রিমিয়ারেও যশের সঙ্গেই পৌঁছালেন অভিনেত্রী।

পরনে থাই হাই স্লিট লাল গাউন, যশকে পাশে নিয়ে হাই হিট গটগটিয়ে নিজের ছবির প্রিমিয়ারে হাজির হন নুসরত। বৃহস্পতিবার তাঁদের ঘিরেই তখন সংবাদ মাধ‍্যমের ক‍্যামেরার ফ্ল‍্যাশ ঝলকে উঠছে। সব ক‍্যামেরার সামনে দিয়েই হেঁটে গেলেন নুসরত। যশেল সঙ্গে টুকটাক কথাও বলতে দেখা গেল তাঁকে। কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে এদিন ছবি তুলতে রাজি হননি তৃণমূলের সাংসদ অভিনেত্রী।

jpg 2 5
স্বাভাবিক ভাবেই যশ নুসরতকে এদিন দেখে জল্পনার আগুনে যে আরো ঘি পড়েছে তা বলাই বাহুল‍্য। সোশ‍্যাল মিডিয়া PDA থেকে আগেই বেরিয়ে এসেছেন দুজন। একসঙ্গে মাচা শো থেকে শুরু করে দক্ষিণেশ্বরে পুজোও দিয়ে এসেছেন যশ নুসরত। দিন দিন নিজেদের সম্পর্কটা নিয়ে আরো স্বাভাবিক হচ্ছেন তাঁরা, এমনটাই মত নেটজনতার।

https://www.instagram.com/p/CLKKEKvBmjH/?igshid=pglum8eu8yt0

প্রসঙ্গত, কিছুদিন আগেই নদিয়ার কুলগাছিতে একসঙ্গে মাচা শো করতে গিয়েছিলেন যশ ও নুসরত। সেই শোয়ের ছবি, ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। একসঙ্গে মঞ্চের উপর গানও গাইতে দেখা যায় যশ নুসরতকে।

https://www.instagram.com/p/CLKRmRMBszz/?igshid=1rtjnriy947hs

 

https://www.instagram.com/p/CLLfAhoh8SS/?igshid=1vh3ncaryz871

অপরদিকে দক্ষিণেশ্বর মন্দিরে দুজনের ভাইরাল।ভিডিও নিয়েও বেশ ক্ষেপে ওঠেন যশ। তাঁর স্পষ্ট বক্তব‍্য, যে ভিডিওর কথা বলা হচ্ছে তা গত বছরের ডিসেম্বরের। দুই তারকার একটি ফ‍্যান পেজ থেকে শেয়ার করা হয়েছিল এই ভিডিও। সেই ভিডিও নিয়ে এখন এত জলঘোলা কেন করা হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না। রাজস্থান যাওয়া নিয়েও মন্তব‍্য করতে ছাড়েননি যশ। তাঁর প্রশ্ন, রাজস্থান কি কেউ যেতে পারেনা?

Niranjana Nag

সম্পর্কিত খবর