বাংলাহান্ট ডেস্ক: বাবা যশ দাশগুপ্ত কাজ শুরু করে দিয়েছেন। ছেলের জন্মের ঠিক আগে আগে নতুন ছবির শুটিং শুরুর সুখবরটা দিয়েছিলেন অভিনেতা। সদ্য শেষ হয়েছে কাজ। এবার সঙ্গীর পথই অনুসরণ করলেন নুসরত জাহান (nusrat jahan)। ছেলে ঈশানের এক মাস বয়স হতেই কাজে ফিরবেন তিনিও।
ঈশানের যখন মাত্র ১২ দিন বয়স, সদ্যোজাত ছেলেকে বাবার জিম্মায় রেখে ইভেন্টে যোগ দিতে চলে এসেছিলেন নুসরত। তার পর থেকেই কাজ শুরু করে দিয়েছিলেন। অবশ্য আপাতত টুকটাক ফটোশুট করতে দেখা যাচ্ছে তাঁকে। তবে অক্টোবর মাস থেকে ছবির শুটিংয়েও যোগ দেবেন সাংসদ অভিনেত্রী।
সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর ‘জয় কালী কলকাত্তেওয়ালি’ ছবির জন্য শুট শুরু করবেন নুসরত। মা হওয়ার পর এটাই তাঁর প্রথম ছবি। অভিনেত্রীর বিপরীতে দেখা যাচ্ছে সোহম চক্রবর্তীকে। একই রাজনৈতিক দলের হলেও এই প্রথম জুটি হিসেবে কোনো ছবিতে কাজ করছেন সোহম নুসরত। এর আগে অবশ্য ‘জামাই ৪২০’ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা।
সংবাদ মাধ্যমকে পরিচালক সুদেষ্ণা রায় জানান, নুসরতের কাছে ভয়ে ভয়েই গিয়েছিলেন তিনি। কারণ মা হওয়ার পর শারীরিক সুস্থতা কেমন, ছোট্ট ছেলেকে নিয়ে রেখে এখনি কাজে তিনি ফিরতে পারবেন কিনা তা নিয়ে চিন্তা ছিল তাঁর। কিন্তু অভিনেত্রীকে সামনা থেকে দেখে নাকি অবাক হয়ে গিয়েছিলেন তিনি। কোথায় বেবি ফ্যাট! মা হওয়ার মাত্র এক মাসের মধ্যে নুসরত আগের ফিগারে ফিরে গিয়েছেন।
সুদেষ্ণা রায়ের কথায়, দশভূজার মতো কেরিয়ার, ছেলে সব সামলাচ্ছেন নুসরত। আগামী মাস থেকেই শুটিং শুরু করার কথা দিয়েছেন অভিনেত্রী। এই ছবিতে তাঁর চরিত্রের নাম রাকা। শেষ কয়েকটি ছবিতে মেইনস্ট্রিম নায়িকা ছেড়ে ভিন্ন ধরনের চরিত্র বেছে নিয়েছেন নুসরত। এটাও তার ব্যতিক্রম নয়।
সুদেষ্ণা রায় জানান, রাকা বর্তমান প্রজন্মের প্রতিনিধি। একার সংসার, নাচ শিখিয়ে রোজগার। নিজেই নিজেকে রক্ষা করতে পারে রাকা। সেদিক থেকে দেখতে গেলে বাস্তবের নুসরতের সঙ্গেও এই চরিত্রের বেশ মিল। ছবির নায়ক সোহম। তাঁর চরিত্রের নাম অনীশ। সুজয়, অনীশ ও মিলি তিন বন্ধু কাজের অভাবে পকেটমারি শুরু করে। ঠিক সে সময়েই শহরের বুক থেকে রহস্যজনক ভাবে উধাও হয়ে যায় একটি কালী মূর্তি। এই ঘটনাকে কেন্দ্র করেই গোটা গল্পটা এগোবে। অনীশকে জীবনের মূল স্রোতে ফেরানোর চেষ্টা করবে রাকা।
নুসরত সোহম ছাড়াও ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, সুস্মিতা চট্টোপাধ্যায়, সোমরাজ মাইতি, অনির্বাণ চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা রতি পাল, সুমিত সমাদ্দার, বুদ্ধদেব ভট্টাচার্য এবং পদ্মনাভ দাশগুপ্ত। ছবির চিত্রনাট্য লেখার দায়িত্বেও রয়েছেন পদ্মনাভ। আগামী বছরে মুক্তির সম্ভাবনা রয়েছে জয় কালী কলকাত্তেওয়ালির।