বাংলাহান্ট ডেস্ক: পবিত্র রমজান (ramjan) মাসের শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। এই লকডাউনে সবাইকে বাড়িতে থেকেই রোজা পালন করার আবেদনও জানান তিনি। অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সকলে। এই সময় বাইরে বেরিয়ে জমায়েত করা একেবারেই নিষেধ। তাই মসজিদে না গিয়ে বাড়িতে থেকেই নামাজ পড়ার আবেদন জানালেন নুসরত।
নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করেন বসিরহাটের তৃণমূল সাংসদ। ভিডিওতে অনুরাগীদের রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “বাড়িতে বসেই আপনারা রোজা পালন করুন। ইফতারের সময় সেহরির সময় বাড়িতেই থাকুন। মসজিদে ইফতারের সামগ্রী দিয়ে সাহায্য করতে পারেন কিন্তু বাড়ি বসেই ইফতার বা সেহরি করুন। লোক জড়ো করবেন না।”
https://www.instagram.com/p/B_Mm3Zdnt31/?igshid=o59gauk0xz5u
নুসরত আরও বলেন, “আমরা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই পরিস্থিতি থেকে যদি রেহাই পেতে হয় তাহলে বাড়িতেই থাকতে হবে। ওপর ওয়ালার কাছে দোয়া করবেন যেন পৃথিবী এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারে। যদি কোনও কিছুর প্রয়োজন হয় তাহলে নিকটবর্তী থানায় যোগাযোগ করুন।”
শুক্রবার দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সইদ আহমেদ বুখারি এবং ফতেহপুরি মসজিদের মুফতি মুক্করাম আহমেদ ঘোষনা করেন দেশের নানা প্রান্ত থেকে রমজানের চাঁদ দেখা গিয়েছে। তাই শনিবার থেকেই রোজা রাখা শুরু হবে।
https://www.instagram.com/tv/B_YDhV8nUJj/?igshid=10hzpdvkk0j01
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব টুইট করে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান।