বাংলা হান্ট ডেস্ক : আজ মহালয়ার (Mahalaya) পূণ্য তিথিতে সূচনা হয়েছে দেবীপক্ষের। আপামর বাঙালি তাদের দিন শুরু করেছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত গলায় চণ্ডীপাঠ শুনে। গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ। শুরু হয়েছে পুজোর ব্যস্ততা আর সেই সাথে একে অপরকে দূর্গাপুজোর আগাম শুভেচ্ছা বার্তা জানানো। বাদ গেলেননা অভিনেত্রী সাংসদ নুসরত জাহানও (Nusrat Jahan)।
এইদিন নিজের টুইটার হ্যান্ডেল (অধুনা এক্স) থেকে নিজের বেশকিছু ছবি পোস্ট করেন নুসরত। প্রতিটি ছবিতেই রয়েছে এক বিশেষ চমক। ওয়েস্টার্ন পোশাকের মোড়ক ছেড়ে সম্পূর্ণ বাঙালি নারী হয়ে উঠেছেন তিনি। এ যেন এক নতুন নুসরত। এইসব ছবির ক্যাপশন বক্সে তিনি লিখেছেন, ‘শুভ মহালয়া।’
এইদিন অভিনেত্রীর পরনে ছিল সাদা লাল পাড় শাড়ি। হাতের শোভাবর্ধন করছে এয়োস্ত্রীর গৌরব শাঁখা পলা। সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। নাকে পরেছেন নথ আর চুলকে খোলাই ছেড়ে দিয়েছেন। তবে ব্লাউজ পরেননি তিনি। একগোছা পদ্ম হাতে আর এলো চুলে ঠিক যেন কোনও দেবী প্রতিমা।
আরও পড়ুন : মেয়ে হলে কেমন লাগত সূর্য-সয়ম্ভূদের? টেলি নায়কদের এই ছবি না দেখলে চরম মিস
অভিনেত্রীর এই পোস্টের কমেন্ট বক্সেও ভিড় জমিয়েছে অনুরাগীরা। নায়িকাকে পাল্টা শুভেচ্ছা জানিয়ে ভক্তরা লিখেছেন, ‘শুভ মহালয়া’। কেউ কেউ আবার তার সাজ পোশাকের প্রশংসা জানিয়েছেন। তবে কিছু মানুষ আবার রেগেও গিয়েছেন বটে। আসলে নুসরতের ব্লাউজ না পরাটা অনেকের কাছে দৃষ্টিকটু লেগেছে যেন।
আরও পড়ুন : বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছে হেরে যান উত্তম কুমারও! মহানায়কের কর্মকাণ্ডে চটেছিল জনতাও
View this post on Instagram
তবে নুসরত এসবকে পাত্তা দিতে নারাজ। এইদিন তিনি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। এই একই সাজে অসুর বধ করতে দেখা যায় তাকে। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘আইগিরি নন্দিনী’। পুরো রুদ্রমূর্তি ধারণ করে ফেলেন তিনি। এরপর অসুর বধ হয়ে গেলে ফিরে আসেন নিজের কোমল-শান্ত রূপে।