ছোট্ট ঈশানের জন‍্য যশ-নুসরতকে শুভেচ্ছা ফ‍্যানপেজের, পালটা ভালবাসা জানিয়ে স্বীকৃতি দিলেন অভিনেত্রী!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছেলে ঈশান (yishaan) এবং ‘বিশেষ’ বন্ধু যশ দাশগুপ্তকে (yash dasgupta) নিয়ে নতুন জীবনে প্রবেশ করেছেন নুসরত জাহান (nusrat jahan)। গত শুক্রবার পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুরু থেকেই নুসরতের ছায়াসঙ্গী হয়ে রয়েছেন যশ। হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে সদ‍্যোজাতকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা সবটাই একা হাতে করেছেন অভিনেতা।

এমতাবস্থায় অনেকেই ধরে নিয়েছেন যশই ঈশানের বাবা। এমনিতেই ‘Y’ দিয়ে ছেলের নাম ইশান রেখেছেন নুসরত‍। আবার যশের নামের ইংরেজি উচ্চারণ অনুসারে আদ‍্যক্ষরও ‘Y’। তা থেকেই দুয়ে দুয়ে চার করে নিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। এমনকি খোদ নুসরতের ফ‍্যানপেজের তরফেও ঈশানের জন‍্য নুসরত এবং যশকে শুভেচ্ছা জানানো হয়েছে।


‘যশরত’ জুটির বিভিন্ন সাক্ষাৎকারের মুহূর্তের ঝলক জুড়ে, ব‍্যাকগ্রাউন্ডে গান দিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। সঙ্গে ক‍্যাপশনে লেখা, ‘যশরতকে ঈশানের জন‍্য অনেক শুভেচ্ছা।’ আরো বলা হয়েছে যেহেতু এখনো পর্যন্ত নুসরতের সন্তানের কোনো ছবি প্রকাশ‍্যে আসেনি তাই যশরত জুটির ছবি দিয়েই বানানো হয়েছে ভিডিও।

সবথেকে বড় ব‍্যাপার, ফ‍্যানপেজের বানানো এই ভিডিওটি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে ভালবাসা জানিয়েছেন খোদ নুসরত। এরপরেই উঠেছে প্রশ্ন, জেনেশুনেই কি ভিডিওটি শেয়ার করলেন অভিনেত্রী? এভাবেই কি ঈশানের পিতৃপরিচয়ের সত‍্যতায় স্বীকৃতি দিলেন তিনি? উত্তর মেলেনি এখনো।


গতকালই নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘যাদের থেকে উপদেশ নাও না তাদের থেকে সমালোচনাও গ্রহণ কোরো না।’ সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লিখেছেন ‘নিউ রোল’, ‘নিউ মম্মি লাইফ’, ‘নিউ লুক’। ফটোগ্রাফার হিসেবে ‘ড‍্যাডি’কে কৃতিত্ব দিয়েছেন নুসরত।

https://www.instagram.com/p/CTFABSZBIO3/?utm_medium=copy_link

এখানেই চোখ আটকেছে নেটজনতার। কে এই ‘ড‍্যাডি’? তবে কি এভাবেই ঈশানের বাবার পরিচয় সামনে আনছেন নুসরত? নেটিজেনদের বক্তব‍্য, গত বছর থেকেই নুসরতের সঙ্গে সঙ্গে রয়েছেন যশ। পুরো গর্ভাবস্থার সময়টাতেই অভিনেত্রীকে কাছছাড়া করেননি তিনি। কাজেই এই ফটোগ্রাফার যশ না হয়ে যায় না।

সম্পর্কিত খবর

X