আশঙ্কা সত‍্যি হল, করোনা আক্রান্ত তৃণমূল সাংসদ নুসরতের বাবা!

বাংলাহান্ট ডেস্ক: করোনায় (corona) আক্রান্ত সাংসদ নুসরত জাহানের (nusrat jahan) বাবা। প্রথম সোয়াব টেস্টের নমুনায় কোভিড১৯ (covid19) পাওয়া গিয়েছে তাঁর। এমনটাই জানা গিয়েছে সংবাদ মাধ‍্যম সূত্রে। সোমবার সকালে নুসরতের বাবার লালারসের নমুনা নেওয়া হয়। যে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি সেখানেই পরীক্ষা হয়। সেই টেস্টেই জানা গিয়েছে করোনা পজিটিভ নুসরতের বাবা। সেই রিপোর্ট স্বাস্থ‍্যভবনেও পাঠানো হয় বলে খবর।
তবে জানা গিয়েছে, বাবা কতটা আক্রান্ত করোনায় তা জানার জন‍্য নুসরত দ্বিতীয়বার পরীক্ষা করার আবেদন জানিয়েছেন চিকিৎসকদের। তাঁর বাবার লালারসের নমুনা পাঠানো হয়েছে একটি সরকারী হাসপাতালে। মঙ্গলবার সন্ধ‍্যাতেই রিপোর্ট এসে যাবে বলে আশা করছেন চিকিৎসকরা।

Nusrat Jahan as Shakuntala in Har Har Byomkesh
এই প্রসঙ্গে নুসরত জানান, তাঁর বাবা বিদেশে যাননি। কলকাতার বাইরেও যাননি। শুধু বাজারে গিয়েছিলেধ। সেখান থেকে সংক্রমণ হতে পারে। তিনি আরও জানান, তাঁর বাবার অবস্থা বেশি ক্রিটিকাল নয়, চিকিৎসা চলছে।
রবিবার জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরত জাহানের বাবা মহম্মদ শাহজাহান। রবিবার রাতে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জ্বরের সঙ্গে সঙ্গে তাঁর শ্বাসকষ্টও ছিল। কিন্তু তখন নুসরত এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিলেন। তিনি পরিষ্কার জানান, তাঁর বাবার কোনও শ্বাসকষ্ট ছিল না। তাঁর কথায়, “মিডিয়াতে লেখা হচ্ছে, আমার বাবার জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট ছিল। কিন্তু বাস্তবে এমন কোনও লক্ষণই ছিল না। সাধারণ জ্বর। যেহেতু বয়স হয়েছে তাই পরিবারের তরফ থেকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, তাঁর বাবা ডায়াবিটিসের রোগী কিন্তু তা সত্ত্বেও কখনও ইনসুলিন নেওয়ার দরকার পড়েনি।
হাসপাতালের চিকিৎসকরাও নুসরতে এই বক্তব‍্যকে সমর্থন করেছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, নুসরতের বাবা ডায়াবিটিসের রোগী। তাই প্রথমে ওষুধ ঠিকমতো কাজ করছিল না।
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তখন নুসরত জানিয়েছিলেন, সরকারি নিয়ম অনুযায়ী এখন যারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন সবারই করোনার পরীক্ষা করা হচ্ছে। তাই নিয়ম মেনে ওনার বাবারও হবে। তিনি আরও বলেছিলেন, করোনা সংক্রমণের আশঙ্কা প্রাথমিক ভাবে করছেন না চিকিৎসকরা। কারন সম্প্রতি বিদেশ যাত্রা করেননি অভিনেত্রীর বাবা। কারওর সঙ্গে দেখাও করেননি তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর