এলো চুল, শাড়ির সঙ্গে কোটে নয়া ফ‍্যাশন স্টেটমেন্ট, লন্ডন থেকে ভালবাসা পাঠালেন নুসরত! ভাইরাল ছবি

Published On:

বা‌ংলাহান্ট ডেস্ক: অফ হোয়াইট শাড়ি, কালো কোট, হালকা খয়েরি চুল অবাধ‍্য। লন্ডনের রাস্তায় এমন রূপেই ধরা দিলেন তৃণমূল (tmc) সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। তাঁর মোহময়ী লুক দেখে চোখ ফেরাবেন এমন সাধ‍্য আছে কার?

নতুন ছবির শুটিংয়ের কাজে আপাতত লন্ডনে রয়েছেন নুসরত জাহান। কাজের ফাঁকে মাঝে মাঝেই লন্ডনের বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি অনুরাগীদের কাছে। সেই সঙ্গে চুটিয়ে এঞ্জয় করছেন সেখানকার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। অভিনেত্রীর শেয়ার করা ছবি, ভিডিও ভাইরাল হচ্ছে সোশ‍্যাল মিডিয়ায়।

এই যেমন কয়েকটি নতুন ছবি শেয়ার করেছেন নুসরত। বিদেশে গিয়েও শাড়িই আপন করে নিয়েছেন তিনি। সঙ্গে মানানসই কোট। খোলা চুলে অপূর্ব দেখতে লাগছে সাংসদ অভিনেত্রীকে। ঠান্ডা আবহাওয়ার প্রতি নিজের ভালবাসা ক‍্যাপশনের মধ‍্য দিয়েও বুঝিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/CGFDXfsHP0G/?igshid=1h7jol6hr3k84

আবার নতুন ছবি ‘স্বস্তিক সংকেত’ এর চিত্রনাট‍্য পড়ার ফাঁকেও টুক করে একটি সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছেন নুসরত। অপরদিকে ইনস্টা স্টোরিতে একটি বুমেরাং ভিডিও শেয়ার করেছেন তিনি। জিন্স, কালো টপ ও গোলাপী জ‍্যাকেট পরে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি।

https://www.instagram.com/p/CGHjo0hnO7C/?igshid=xmcsq4v0ni1d

 

লন্ডনে পৌঁছে এর আগেও একটি ভিডিও শেয়ার করেছেন তৃণমূলের এই সাংসদ অভিনেত্রী। লেদার জ‍্যাকেট ও টাইট টপে ক‍্যামেরা বন্দি হয়েছেন নুসরত। খোলা চুল তাঁর রূপ আরো মোহময়ী করে তুলেছে। মাস্ক ছাড়াই লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। শুটিংয়ে ফিরে যেন সত‍্যিই হাঁপ ছেড়ে বেঁচেছেন তিনি।

প্রসঙ্গত, ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিংয়ের জন‍্য লন্ডনে উড়ে গিয়েছেন সাংসদ অভিনেত্রী। অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার হতে চলেছে এই ছবি। লেখিকা দেবারতি মুখোপাধ‍্যায়ের ‘নরক সংকেত’ উপন‍্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।

নুসরত ছাড়াও ছবিতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ‍্যায়, গৌরব চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ। এই প্রথম গৌরবের সঙ্গে জুটি বাঁধছেন নুসরত।

X