বাংলাহান্ট ডেস্ক: লকডাউনে বাড়িতে সময়টা নেহাত মন্দ কাটেনি অভিনেত্রী তথা তৃণমূল (tmc) সাংসদ নুসরত জাহানের (nusrat jahan)। শুরুর দিকে স্বামী নিখিল জৈন সহ পরিবারের মানুষদের জন্য নিত্যনতুন রান্না, ফটোশুট, টিকটক নিয়েই মেতে ছিলেন তিনি। পরে অবশ্য বাড়ি থেকেই অনলাইন ভিডিও কলের মাধ্যমে খোঁজখবর নিয়েছেন বসিরহাটের পরিস্থিতির। নিজে ছুটেও গিয়েছেন সাধারন মানুষের দুঃখ দুর্দশা দেখতে, তাদের পাশে দাঁড়াতে।
তবে নুসরত যাই করুন না কেন, ট্রোল তাঁর নিত্যসঙ্গী। সোশ্যাল মিডিয়ায় বহুবার বহু কাজের জন্য সমালোচিত হয়েছেন তিনি। এমনকি এখনও টিকটক বয়কট করা নিয়ে মন্তব্য করার জন্য তুমুল ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রী সাংসদকে। তবে এসব নিয়ে কোনওদিনই বিশেষ মাথা ঘামাননি তিনি। সেকথাই প্রমাণ করলেন আবারও।
বাড়িতেই এখনও ফটোশুট চালিয়ে যাচ্ছেন নুসরত। একের পর এক বেশ কিছু নতুন ছবি শেয়ার করেছেন তিনি। সাদা কালোয় ক্যাজুয়াল পোশাকে মোহময়ী দেখাচ্ছে অভিনেত্রীকে। আবার ভেজা চুলে বিনা মেকআপেও কয়েকটি সেলফি তুলেছেন তিনি। ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/CCpiS4kntfc/?igshid=1e3exm32sbk2r
https://www.instagram.com/p/CCk78rIHllN/?igshid=1rrdiogeutzrg
https://www.instagram.com/p/CCtsZu8H9e2/?igshid=r3z8ljhw674m
প্রসঙ্গত, সম্প্রতি গতবারের মতো এবারও ইস্কনের উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন নুসরত ও নিখিল। সেখানেই টিকটক ব্যান নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। অভিনেত্রী বলেন, টিকটক ব্যান করা সরকারের হঠকারী সিদ্ধান্ত। এটি একটি বিনোদনের জন্য বানানো অ্যাপ। ভবিষ্যতের জন্য সরকারের পরিকল্পনা কি তাও প্রশ্ন তোলেন নুসরত। তাঁর অভিযোগ, মানুষকে বেকারত্বের যন্ত্রণা সহ্য করতে হবে এবার। নোটবন্দির মতো অবস্থা হবে।
https://www.instagram.com/p/CCpiIoOn-gv/?igshid=10vkzyz6lvcm9
https://www.instagram.com/p/CCph8zGndDm/?igshid=1lql5szldywiw
https://www.instagram.com/p/CCk8FeWnCCt/?igshid=1akvwgg1xv5z0
তবে এই ব্যান নিয়ে তাঁর কোনও অসুবিধা নেই বলেই মন্তব্য অভিনেত্রীর। দেশের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত হলে কোনও অভিযোগ থাকার কথাও নয়। কিন্তু যেসব চিনা সংস্থা ইতিমধ্যেই দেশে বিনিয়োগ করেছে তাদের কি হবে? যারা দেশে চিনা দ্রব্য আমদানি রফতানির কাজ করেন তারাই বা কি করবেন? প্রশ্ন তোলেন নুসরত।
https://www.instagram.com/p/CCk8TX5HFy8/?igshid=mkzg5ol8gi6w
https://www.instagram.com/p/CCiF9xanEk_/?igshid=108hwxnu4w4e0
তিনি আরও বলেন, প্রবাসী ভারতীয়দের নিয়ে আসা হোক। গুগল, নাসা থেকে লোক এনে অ্যাপ তৈরি করা হোক। তাদের বলা হোক ভারতীয় অ্যাপ তৈরি করতে যাতে ভারতের মানুষ চাকরি পায়। তাহলে আর চিনা পণ্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না কাউকে। ভবিষ্যতের চিন্তা না করেই মোদী সরকার সিদ্ধান্ত নিচ্ছে বলেও তোপ দাগেন নুসরত।