বাংলাহান্ট ডেস্ক: দ্বিতীয় বার ও পজিটিভ রিপৌর্ট এল সাংসদ নুসরত জাহানের (nusrat jahan) বাবার (father)। বৃহস্পতিবার দ্বিতীয় সোয়াব টেস্টের রিপোর্ট আসে তাঁর। তাতেও করোনা (corona) পজিটিভ (positive) ধরা পড়েছেন নুসরতের বাবা। প্রথম সোয়াব টেস্টের নমুনায় কোভিড ১৯ (covid 19) পাওয়া গিয়েছিল তাঁর। এবার অভিনেত্রীর মা ও বোনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সোমবার সকালে নুসরতের বাবার লালারসের নমুনা নেওয়া হয়। যে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি সেখানেই পরীক্ষা হয়। সেই টেস্টেই জানা গিয়েছিল করোনা পজিটিভ নুসরতের বাবা। সেই রিপোর্ট স্বাস্থ্যভবনেও পাঠানো হয় বলে খবর।জানা গিয়েছিল, বাবা কতটা আক্রান্ত করোনায় তা জানার জন্য নুসরত দ্বিতীয়বার পরীক্ষা করার আবেদন জানিয়েছেন চিকিৎসকদের। তাঁর বাবার লালারসের নমুনা পাঠানো হয়েছিল একটি সরকারী হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যাতেই রিপোর্ট আসার কথা থাকলেও তা এসে পৌঁছায় বৃহস্পতিবার। আর তাতেও দেখা গিয়েছে করোনা সংক্রমণের প্রমাণ। এরপরেই সরকারি নির্দেশ অনুযায়ী ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন নুসরতের মা ও বোন।
এই প্রসঙ্গে নুসরত জানান, তাঁর বাবা বিদেশে যাননি। কলকাতার বাইরেও যাননি। শুধু বাজারে গিয়েছিলেধ। সেখান থেকে সংক্রমণ হতে পারে। হাসপাতাল সূত্রে খবর, এখন স্থিতিশীল রয়েছেন সাংসদের বাবা।
রবিবার জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরত জাহানের বাবা মহম্মদ শাহজাহান। রবিবার রাতে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জ্বরের সঙ্গে সঙ্গে তাঁর শ্বাসকষ্টও ছিল। কিন্তু তখন নুসরত এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিলেন। তিনি পরিষ্কার জানান, তাঁর বাবার কোনও শ্বাসকষ্ট ছিল না।