অবৈধ বিয়ে-সন্তান নিয়ে বিতর্ক, নুসরতকে উপ নির্বাচনের প্রচার তালিকা থেকে ছেঁটে ফেলল তৃণমূল

বাংলাহান্ট ডেস্ক: তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ পড়লেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। দিন কয়েক আগেই মা হয়েছেন তিনি। সদ‍্যোজাত ছেলে ঈশানকে নিয়েই সময় কাটছে তাঁর। অপরদিকে সম্প্রতি ঘোষনা হয়েছে উপনির্বাচনের। ভবানীপুর থেকে প্রার্থী হচ্ছে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। প্রচার কর্মসূচির জন‍্য কোমর বাঁধছে সবুজ শিবির।

এমতাবস্থায় দলের হয়ে প্রচারে কীভাবে নামবেন নুসরত তা নিয়ে সন্দেহ ছিলই। এবার আশঙ্কা সত‍্যি করেই উপনির্বাচনের আগে দলীয় প্রচার কর্মসূচি থেকে বাদ দেওয়া হল অভিনেত্রী সাংসদের নাম। গত ৪ ঠা সেপ্টেম্বর ঘোষিত হয়েছে উপ নির্বাচনের নির্ঘন্ট। তারপর সোমবার ঘোষনা করা হল তৃণমূলের তারকা প্রচারকের নতুন তালিকা।

no one should comment on my dress faith is beyond attire nusrat jahan
কিন্তু এই তালিকায় নাম নেই নুসরত জাহানের। অথচ ইন্ডাস্ট্রিতে তাঁরই সতীর্থ নতুন বিধায়ক রাজ চক্রবর্তী, যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ, জুন মালিয়া, শতাব্দী রায়, সাংসদ দেব রা রয়েছেন প্রচার তালিকায়। এমনকি রয়েছেন নুসরতের ‘বোনুয়া’ সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও। একসঙ্গেই নির্বাচনে জিতে সংসদে শপথ নিয়েছিলেন তাঁরা।

নেতামন্ত্রীদের মধ‍্যে রয়েছেন খোদ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়, পার্থ চট্টোপাধ‍্যায়, সুব্রত মুখোপাধ‍্যায়, ফিরহাদ।হাকিম, সৌগত রায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, সুব্রত বক্সি, মনোজ তিওয়ারি, শোভনদেব চট্টোপাধ‍্যায়ের মতো হেভিওয়েটরা।

নুসরতকে বাদ দেওয়া নিয়ে নানা মুনির নানা মত। কারোর মতে, সদ‍্যোজাত সন্তান সামলে নুসরতের পক্ষে সম্ভব হত না দলের হয়ে প্রচারে নামা। তাই আগে থেকেই তৃণমূলের তরফে বাদ রাখা হয়েছে তাঁর নাম। আবার অনেকের বক্তব‍্য, বিজেপির যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক, নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার, সন্তান জন্ম সব নিয়ে বেশ বিতর্কে রয়েছেন নুসরত। তাই ঝামেলা এড়াতেই অভিনেত্রীর নাম বাদ দিয়েছে দল।

341602 nusrat
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর সহ সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে উপনির্বাচন। ইতিমধ‍্যেই ভবানীপুরে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল। চলতি সপ্তাহ থেকেই প্রচারে নামতে চলেছেন মমতা। বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন শোভনদেব চট্টোপাধ‍্যায়। গত ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন তিনি। মুখ‍্যমন্ত্রী পদে বহাল থাকতে হলে ভবানীপুর থেকে জিতে আসতে হবে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে।

Niranjana Nag

সম্পর্কিত খবর