ক্রপ টপ, বিনা মেকআপেই নেচে ভাইরাল নুসরত

Published On:

বাংলাহান্ট ডেস্ক:  নববিবাহিতদের তালিকায় সৃজিত-মিথিলা ও জুন মালিয়া ছাড়াও রয়েছেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। গত জুনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এর মধ‍্যেই কি স্বামী নিখিলকে এতই মিস করছেন যে তাঁর জন‍্য এই গানে নাচতে শুরু করে দিলেন নুসরত। সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ গানে নেচে মাত করছেন নুসরত।

https://www.instagram.com/p/B5_KnFAhDm7/?igshid=8ss7ay7aw8fr

 

রনে কালো জিন্স, কালো ক্রপ টপ, খোলা চুলে বিনা মেকাপেই নাচতে শুরু করে দিয়েছেন অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় নুসরতের একটি ফ‍্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি। আসলে এটা নুসরতের একটা টিকটক ভিডিয়ো। এটাই প্রথম নয়। এর আগে অনেকবারই টিকটক ভিডিয়ো বানাতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি বিয়ের আগে স্বামী নিখিলের সঙ্গেও ভিডিয়ো করেন তিনি। আরেক সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রভরতীও রয়েছেন নুসরতের দলে।
বলা বাহুল‍্য অন‍্যান‍্য ভিডিয়োর মতো এটাও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। নুসরতের অনুরাগীরা তাঁর এই সাবলীল নাচ দেখে একেবারৈ মুগ্ধ। অনেকে তাঁর নো মেকআপ লুকেরও প্রশংসা করেছেন। তাঁর এই নাচ দেখে কে বলবে যে কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।


প্রসঙ্গত, কিছুদিন আগে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় নুসরত জাহানকে। জানা যায় ঘুমের ওষুধের ওভারডোজের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অবশ‍্য পরে নুসরতের পরিবার থেকে সকলকে অনুরোধ করা হয় গুজবে কান না দেওয়ার জন‍্য। কিছুদিন পরেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। উল্লেখ‍্য মুক্তির অপেক্ষায় রয়েছে নুসরতের নতুন ছবি ‘অসুর’। বিয়ে ও সাংসদ নির্বাচিত হওয়ার পর এটাই তাঁর প্রথম ছবি।

সম্পর্কিত খবর

X