বাংলাহান্ট ডেস্ক: বুধবার নন্দীগ্রামে (nandigram) মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আচমকাই ছন্দপতন। হঠাৎ করেই পায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তিনি অভিযোগ করেন চার-পাঁচ জন ইচ্ছাকৃত ভাবে তাঁকে ধাক্কা মেরেছে। তৎক্ষণাৎ নন্দীগ্রাম থেকে কলকাতা রওনা হয়ে হাসপাতালে ভর্তি হন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, বাম পায়ের গোড়ালি, পায়ের পাতা, ডান হাত, কাঁধ ও ঘাড়ে চোট পেয়েছেন তিনি।
ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের তারকা সদস্যরা। তারকা সাংসদ নুসরত জাহান টুইটূ লেখেন, ‘আমাদের প্রিয় দিদির উপর এই হামলার তীব্র প্রতাবাদ জানাই। ওঁর ক্ষতি করার যতই চেষ্টা করুন না কেন আমাদের দিদি সোজা হয়েই দাঁড়িয়ে থাকবেন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।’
মিমি লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন রানি। গোটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করছে।’ ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী লেখেন, ‘অনেক লড়াই বাকি, তুমি তারাতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি। #BanglaNijerMeyekeChay
জয় জগন্নাথ।’
https://twitter.com/nusratchirps/status/1369650378636029953?s=19
https://twitter.com/iamrajchoco/status/1369864916224503809?s=19
সায়ন্তিকা লেখেন, ‘নন্দীগ্রামে প্রচারের সময় দিদির চোট পাওয়ার খবর শুনে উদ্বিগ্ন। অভিযুক্তদের শণাক্ত করার জন্য কড়া তদন্তের দাবি জানাই। দিদির দ্রুত সুস্থতার কামনা করি।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাঘিনী’ বলে উল্লেখ করে তাঁর সুস্থতা কামনা করেন অভিনেত্রী কৌশানি মুখার্জি।
Concern and disturbed to know @MamataOfficial didi's injury during nandigram campaign. A high level investigation should be conducted to identify the involved faces. Praying for didi's speedy and healthy recovery. pic.twitter.com/eqo7SkxnyQ
— Sayantika Banerjee (@sayantika12) March 11, 2021
Get well soon Didi Our Bengal’s True Fighter in Real Sense @MamataOfficial Our Tigress Stands Tall Against All Odds
— Koushani Mukherjee (@KoushaniMukher1) March 10, 2021
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সুপরিকল্পিত হামলার প্রতিবাদে চন্ডীপুর বিধানসভার অন্তর্গত কোটনাউরী মোড় থেকে ভগবানপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল। মমতা বন্দোপাধ্যায়ের ওপর এই আক্রমনের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। pic.twitter.com/okhRsckRXf
— Soham Chakraborty (@myslf_soham) March 10, 2021
বুধবার রাতেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন অভিনেতা সোহম চক্রবর্তী। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সুপরিকল্পিত হামলার প্রতিবাদে চন্ডীপুর বিধানসভার অন্তর্গত কোটনাউরী মোড় থেকে ভগবানপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল। মমতা বন্দোপাধ্যায়ের ওপর এই আক্রমনের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’