বাংলাহান্ট ডেস্ক: একসময় যারা ছিলেন ‘স্বামী স্ত্রী’, তাদেরই পরিচয় এখন প্রাক্তন সহবাস সঙ্গীর। নুসরত জাহান (nusrat jahan) এবং নিখিল জৈন (nikhil jain)। তুরস্কে ধুমধাম করে বিয়ে হওয়া সত্ত্বেও এখন সেই অনুষ্ঠানটার নাম শুধুই সহবাস। নুসরত এখন যশ দাশগুপ্তের স্ত্রী, ঈশানের মা। নিখিলও হাঁটা দিয়েছেন নিজের রাস্তায়। নতুন সম্পর্কের ব্যাপারে কোনো খবর না মিললেও কাজের দিকে পুরো উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।
কিন্তু কোথাও না কোথাও গিয়ে ফের যেন মিলেমিশে যাচ্ছেন নুসরত নিখিল। এই মুহূর্তে যশের সঙ্গে কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন নুসরত। দু মাসের সদ্যোজাত সন্তানকে কলকাতায় রেখে স্বামীর সঙ্গে মিনি হানিমুনে ব্যস্ত তিনি। অপরদিকে শহর ছেড়ে বেরিয়ে পড়েছেন নিখিলও। তিনি রয়েছেন লাদাখে। প্রাক্তন সহবাস সঙ্গীর মতো সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন নিখিলও।
দুজনের ইনস্টা স্টোরিতেও উঠে এসেছে বরফে ঢাকা মনোরম দৃশ্যের ছবি। অদ্ভূত ভাবে মনের ভাব প্রকাশ করতে একই গানের শরণাপন্নও হয়েছেন নুসরত নিখিল। দুজনের ইনস্টাগ্রাম স্টোরিতেও শোনা গেল এ আর রহমানের সুরে ‘রোজা’ ছবির ‘ইয়ে হাসিন ওয়াদিয়াঁ ইয়ে খুলা আসমান’।
![Screenshot 2021 10 26 00 47 33 155 com.instagram.android Screenshot 2021 10 26 00 47 33 155 com.instagram.android](https://banglahunt.com/wp-content/uploads/Screenshot_2021-10-26-00-47-33-155_com.instagram.android.png)
![Screenshot 2021 10 26 00 47 44 764 com.instagram.android Screenshot 2021 10 26 00 47 44 764 com.instagram.android](https://banglahunt.com/wp-content/uploads/Screenshot_2021-10-26-00-47-44-764_com.instagram.android.png)
লাদাখের লেহ থেকে বরফে ঢাকা ব্যাকগ্রাউন্ডে লেন্সবন্দি হয়েছেন নিখিল। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ভাল এমনি এমনি হওয়া যায় না। সেটা অন্তর থেকে আসে! এবং অবশ্যই আশপাশের লোকেদের থেকেও।’ সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন ‘নতুন শুরু’। তবে লাদাখে তিনি নেহাতই ছুটি কাটাতে নাকি কোনো কাজের সূত্রে তা জানা যায়নি।
https://www.instagram.com/p/CVcpekwJIJc/?utm_medium=copy_link
কাশ্মীর থেকে বরফে ঢাকা ছবি শেয়ার করেছেন যশ নুসরতও। একটি টাঙার সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন দুজনে। বরফ পড়ে সাদা হয়ে রয়েছে টাঙা। আলাদা আলাদা করে লেন্সবন্দি হলেও একই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছেন যশরত।
https://www.instagram.com/p/CVZ32xuBjCr/?utm_medium=copy_link
দুজনের পোস্টের ক্যাপশনও এক, ‘উইন্টার ইজ কামিং’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘শীত আসছে’। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গেম অফ থ্রোনস’ এর ট্যাগলাইন ধার করেই ক্যাপশন দিয়েছেন যশ নুসরত।