বাংলাহান্ট ডেস্ক: যে যাই বলুক না কেন, টিকটক (tiktok) করা বন্ধ করছেন না নুসরত জাহান (nusrat jahan)। এমনটাই সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী তথা সাংসদের মুখপাত্র। তিনি জানান, ট্রোলিংকে পরোয়া করেন না নুসরত। বরং তিনি যদি ভাল কোনও উদ্যোগ নেন তাতে সকলের সাহায্যই করা উচিত বলেও মন্তব্য করেন নুসরতের মুখপাত্র।
তাঁর কথায়, “রাজনৈতিক জগতে প্রবেশ করার অনেক আগে থেকেই টিকটক করছেন নুসরত। আর একজন শিল্পী হিসাবে নিজের ক্রিয়েটিভিটি টিকটকে দেখাতেই পারেন তিনি। তাতে যদি মানুষের সাহায্য হয় তাহলে সবার উচিত নুসরতকে সাহায্য করা।” তিনি আরও জানান, ট্রোলিংকে ভয় করেন না নুসরত। যতদিন তিনি বিনোদন জগতের একজন শিল্পী হিসাবে থাকবেন ততদিন টিকটক করা চালিয়ে যাবেন। প্রসঙ্গত, কিছুদিন হয়েছে টিকটকে ঘর বয়ঠো ক্যাম্পেন শুরু করেছেন অভিনেত্রী।
আসলে সারা বিশ্বে করোনা মহামারির আকার ধারন করায় অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দুষছে চিনকে। যেহেতু চিনের উহান প্রদেশ থেকেই প্রথম এই ভাইরাসের খোঁজ পাওয়া যায় তাই অনেকেই মনে করছেন এই পুরো বিষয়টাই চিনের মস্তিষ্কপ্রসূত ও ইচ্ছাকৃত।
https://www.instagram.com/p/B_KH98_HKMF/?igshid=4q8df5fr9bqe
করোনার কারনে সারা দেশের অর্থনীতিতেই লেগেছে বিরাট ধাক্কা। তাই একদল মানুষ আওয়াজ তুলেছে চিনের কর্তৃত্ব কায়েম করার পরিকল্পনাকে সমূলে উপড়ে ফেলতে হবে। তাই তারা টিকটকের মতো চিনা অ্যাপ গুলিকে বয়কট করার দাবি তুলেছেন। তারকাদের বিরুদ্ধেও আওয়াজ তুলেছে একদল মানুষ।
https://www.instagram.com/p/B-zXUgrHFd7/?igshid=e4hltoxt5tfy
https://www.instagram.com/p/B_DGyGOnX9u/?igshid=1tb4ey9kqk4ph
কিছুদিন আগেই একটি টিকটক ভিডিও শেয়ার করেছিলেন সাংসদ অভিনেত্রী। পরনে কালো ক্রপ টপ, হট প্যান্ট, একটি ইংরেজি গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছিল নুসরতকে। তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে এই টিকটকের জন্য।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে