ট্রোল হলে হোক! আবারো অন্তর্বাস দেখিয়ে ছবি শেয়ার করে নিন্দুকদের চড় কষালেন নুসরত

বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক তাঁকে ঘিরে থাকে। উঠতে বসতে ট্রোল হন। কখনো ব‍্যক্তি জীবন নিয়ে, কখনো বা পোশাক নিয়ে। কিন্তু সব কটুক্তি এক ঝটকায় সরিয়েও দিতে জানেন নুসরত জাহান (Nusrat Jahan)। গত কয়েকদিন ধরেই পোশাকের ধরণ ধারণ নিয়ে সমালোচনা সইতে হচ্ছিল তাঁকে। কিন্তু মঙ্গলবার তাঁর পোস্ট বুঝিয়ে দিল, এসব ট্রোল গায়েও মাখেন না অভিনেত্রী সাংসদ।

কখনো ইদের দিনে খোলামেলা পোশাক পরে, আবার কখনো অন্তর্বাস দেখিয়ে নেটনাগরিকদের নিশানায় চলে আসছিলেন নুসরত। চলছিল দেদারে ট্রোল। কোনো মন্তব‍্যেরই উত্তর দেননি অভিনেত্রী। মঙ্গলবার তাঁর একটি পোস্টই যেন নিঃশব্দে সব ট্রোলের উত্তর দিয়ে দিল।

nusrat jahan 8
আবারো বিকিনিতে ছবি শেয়ার করেছেন নুসরত। নীল বিকিনির সঙ্গে হলুদ পালাজো পরে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। আকাশকে রাঙিয়ে নিজের করে নেওয়ার বার্তা দিয়েছেন নুসরত। এবার তিনি আরো বোল্ড, আরো সাহসী। ট্রোল হবে? হোক না! নুসরতের পোস্টে ‘ডোন্ট কেয়ার’ ভাব স্পষ্ট।

এই ছবিতেও যে ট্রোল হয়নি এমনটা নয়। কেউ সাংসদের পদ নিয়ে খোঁচা দিয়েছেন। কারোর মতে, দুটো এন ৯৫ মাস্ক জুড়ে বিকিনি বানিয়েছেন নুসরত। একজনের কটাক্ষ, হিন্দু ঘরের বউ হয়েও এসব করছেন অভিনেত্রী! তবে নিন্দুকরা যেমন আছে, তেমনি প্রশংসাকারীও কম নেই নুসরতের।

https://www.instagram.com/p/CdX0Ph4PfhW/?igshid=YmMyMTA2M2Y=

দিন দুই আগেই সাদা নীল টাই ডাই পালাজো, শ্রাগের সঙ্গে কমলা অন্তর্বাস পরে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন নুসরত। অভিনেত্রীর ‘সামার ভাইবস’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়। সেই সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ট্রোলাররা।

কেউ বলেছেন, ‘মুসলিম নামে কলঙ্ক’ তো কেউ বলছেন ‘বসিরহাটের কলঙ্ক’। অনেকে আবার এমন পোশাক দেখে নুসরতকে মনে করিয়ে দিয়েছেন, তিনি কিন্তু একজন সাংসদ। এসেছে প্রচুর কুরুচিকর মন্তব‍্যও। যদিও নুসরত কোনো কথাই কানে তোলেননি। লোকে যা বলে বলুক, তিনি চলছেন নিজের ছন্দে।

Niranjana Nag

সম্পর্কিত খবর