বাংলা হান্ট ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। সম্প্রতি নবোদয় বিদ্যালয় সমিতি (NVS) শিক্ষণ ও অশিক্ষক পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। যেখানে ৭৫০০টি শুন্যপদে নিয়োগ করা হবে। শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে মোট এই সংখ্যক পদে নিয়োগ হবে। নিয়োগের জন্য NVS বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কোন কোন শূন্যপদে নিয়োগ? টিচিং বিভাগে PGT (কম্পিউটার সায়েন্স): ৩০৬ টি, PGT (শারীরিক শিক্ষা): ৯১টি, PGT (আধুনিক ভারতীয় ভাষা): ৪৬ টি, টিজিটি (কম্পিউটার সায়েন্স): ৬৪৯টি, টিজিটি (কলা): ৬৪৯টি শূন্যপদ, টিজিটি (শারীরশিক্ষা): ১২৪৪টি শূন্যপদ, টিজিটি (সংগীত): ৬৪৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অন্যদিকে, শিক্ষাকর্মী ও অন্যান্য পদে শূন্যপদের ভিত্তিতে স্টাফ নার্স: ৬৪৯টি, ইলেকট্রিশিয়ান/প্লাম্বার: ৫৯৮টি শূন্যপদ, মেস হেল্পার: ১২৯৭টি শূন্যপদে নিয়োগ হবে। এছাড়া কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, সহকারী কমিশনার, আইনি সহকারী, সহকারী সেকশন অফিসার এই পদ গুলিতেও নিয়োগ হবে।
সবমিলিয়ে টিচিং এবং নন-টিচিং বিভাগ জুড়ে মোট ৭৫০০টি শুন্যপদের ভিত্তিতে নিয়োগ হবে। নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইন আবেদনের লিঙ্ক যথাসময়ে অফিসিয়াল NVS পোর্টালে উপলব্ধ করা হবে: https://navodaya.gov.in/nvs/en/Recruit ment/Recruitment-Rules । আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি।