হাতে মদের গ্লাস, বিদেশে গিয়ে টাকা উড়িয়ে ফুর্তি কাজল-কন‍্যা নাইসার! রইল ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অজয় দেবগণ (Ajay Devgan) ও কাজল (Kajol) কন‍্যা নাইসা দেবগণ (Nysa Devgan), বলিউডের অন‍্যতম জনপ্রিয় স্টারকিড। তাঁর বয়সী অন‍্যান‍্য তারকা সন্তানরা অভিনয় ডেবিউ করে ফেললেও বলিউড থেকে দূরেই রয়েছেন নাইসা। টুকটাক মডেলিং ছাড়া কেরিয়ারের ব‍্যাপারে কোনো উচ্চবাচ‍্যই করেন না তিনি। বরং বিদেশে পড়তে গিয়ে পার্টি করাতেই বেশি আগ্রহ কাজল তনয়ার।

এই মুহূর্তে ইউরোপ ভ্রমণে ব‍্যস্ত নাইসা। বন্ধুবান্ধবদের সঙ্গে গ্রীস, স্পেন ঘুরে বেড়াচ্ছেন তিনি। কখনো সূর্যাস্তের সময়ে সমুদ্রের ধারে বসে মদ‍্যপান করতে দেখা যাচ্ছে তাঁকে। আবার কখনো গ্লাস হাতে উদ্দাম নাচে মত্ত তিনি। নাইসার ফ‍্যানক্লাবের তরফে স্টারকিডের ছবি, ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। বেশিরভাগ ছবিতেই পার্টি মুডে দেখা গিয়েছে নাইসাকে।


বলিউড থেকে দূরে থাকলেও কয়েকজন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে বেশ ভালোই সম্পর্ক তাঁর। জাহ্নবী কাপুর ও বরুন ধাওয়ানের সঙ্গে আমস্টারডাম ঘুরতে দেখা গিয়েছিল তাঁকে। সুইজারল‍্যান্ডের ইউনিভার্সিটিতে ইন্টারন‍্যাশনাল হসপিট‍্যালিটি নিয়ে পড়ছেন নাইসা। তবে পড়াশোনার থেকে পার্টি করতেই বেশি দেখা যায় তাঁকে। দুদিন অন্তর অন্তর বন্ধুদের সঙ্গে উদ্দাম নাইট আউটে বেরোন নাইসা। আর সেসব ছবি জায়গা পায় তাঁর ফ‍্যানপেজগুলিতে।

https://www.instagram.com/reel/CgQlmecg5nb/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/CgPQqQzPSRP/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/reel/CgPDA0bgltc/?igshid=YmMyMTA2M2Y=

বলিউডে এখনো পা রাখেননি নাইসা। অভিনয়ে আদৌ তিনি আসবেন কিনা তা জানেন না তাঁর বাবা মা-ই। এর আগে নাইসার অভিনয় কেরিয়ার নিয়ে মুখ খুলেছিলেন অজয়। ভবিষ‍্যতে কি অন‍্যান‍্য তারকা সন্তানদের মতো নাইসাও বলিউডে আসবেন? প্রশ্নের উত্তরে অজয় বলেন, “আমার মেয়ের কথা বাদ দিন। আমি নিজেই জানি না যে ও আদৌ এই লাইনে আসবে কিনা। কারণ এখনো পর্যন্ত ওর কোনো আগ্রহই নেই এ বিষয়ে। বাচ্চাদের যখন খুশি মন বদলাতে পারে। ও এখন বিদেশে, পড়াশোনা করছে।”

X