বলিউড ডেবিউয়ের জন‍্য ট্রেনিং চলছে, গায়ের রং বদলে ‘ফর্সা’ হওয়ার জন‍্য কুৎসিত আক্রমণ কাজল-কন‍্যা নাইসাকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নেপোটিজম নিয়ে যতই সুর চড়ানো হোক না কেন, বলিউড (bollywood) তারকা সন্তানদের অধিকাংশই বাবা, মায়ের দেখাদেখি অভিনয়ে পা রাখবেন। তাদের লঞ্চ করার জন‍্য কাড়াকাড়িও পড়ে যাবে পরিচালক, প্রযোজকদের মধ‍্যে। যদিও সাম্প্রতিক ডেবিউ করা কোনো তারকা সন্তানই অভিনয় দিয়ে তেমন ছাপ ফেলতে পারেননি দর্শক মনে। এমতাবস্থায় অনেকেরই নজর রয়েছে কাজল (kajol) ও অজয় দেবগণ কন‍্যা নাইসার (nysa devgan) দিকে।

বাবা, মা দুজনেই ইন্ডাস্ট্রির নামী তারকা। নাইসারও অভিনয়ে আসার সম্ভাবনাটাই জোরালো। এখন অবশ‍্য তিনি নিজের পড়াশোনা নিয়েই ব‍্যস্ত। কিন্তু তাঁর দুরন্ত ফিগারের ভক্তের সংখ‍্যা ইতিমধ‍্যেই ছাড়িয়েছে কয়েক লক্ষ। সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন নাইসা দেবগণ।


সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ অফ সাউথ ইস্ট এশিয়াতে পড়ছেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় নিজস্ব অ্যাকাউন্ট থাকলেও সেটি প্রাইভেট করে রেখেছেন নাইসা। তবে তাঁর ফ‍্যানক্লাবের অন্ত নেই। তাদের মধ‍্যে একটি থেকে সম্প্রতি নাইসার একটি ছবি শেয়ার করা হয়েছিল।


কালো অফ শোল্ডার শর্ট পোশাকে একটি মিরর সেলফি তুলেছেন কাজল কন‍্যা। নজর কেড়েছে হাতে ঝোলানো স্টাইলিস ব‍্যাগটি। শেয়ার করা মাত্র ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি। প্রশংসার পাশাপাশি সমালোচনাও কম হয়নি নাইসার ছবিগুলি নিয়ে। অনেকে লক্ষ‍্য করেছেন, তাঁর গায়ের রং আগের থেকে বদলে গিয়েছে। অনেক বেশি ফর্সা হয়ে গিয়েছেন নাইসা।

এ নিয়েও যথারীতি ট্রোল হতে হয়েছে কাজল তনয়াকে। অনেকে তাঁর মায়ের প্রসঙ্গ টেনেও কটাক্ষ করেছেন নাইসাকে। উল্লেখ‍্য, এর আগে কাজলের বিরুদ্ধেও গাত্রবর্ণ ফর্সা করার অভিযোগ উঠেছিল। মেয়ে মায়ের মতোই তৈরি হয়েছে বলে কুৎসিত কটাক্ষ করা হয়েছে নাইসাকে। কয়েকজনের বক্তব‍্য, বলিউডে পা রাখার জন‍্য আগেভাগে তৈরি হচ্ছেন তিনি।

সম্পর্কিত খবর

X