জীবনের সমস্যা দূর করতে সক্ষম এই বিশেষ ফুল, রইল ব্যবহারিক প্রয়োগ

বাংলাহান্ট ডেস্কঃ জীবন থেকে সমস্যা দূর করতে মানুষ কত কিছুই না করে থাকে। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, এমন একটি ফুল রয়েছে, যার সঠিক ব্যবহারে জীবনে ফিরবে আনন্দের দিন। ফুলটি হল নাগকেশর ফুল (Ochrocarpos longifolius)। সাধারণত ভারতের পশ্চিমঘাটে এই ফুলের গাছ দেখেতে পাওয়া যায়।

জ্যোতিষশাস্ত্র মতে, এই ফুলের সঠিক ব্যবহার জীবন থেকে সমস্ত সমস্যা দূর করে জীবনকে ভরিয়ে তোলে অফুরান আনন্দে। ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, পশ্চিমঘাট ও দক্ষিণ ভারতের পাশাপাশি বাংলাদেশের উত্তরাঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলেও এই ধরণের ফুলের গাছ দেখতে পাওয়া যায়।

Naglingam Couroupita guianensis flower in Hyderabad AP W IMG 6609

সাধারণত এই ফুল তিনটি ভিন্ন প্রজাতির হয়ে থাকে- নাগেশ্বর, নাগকেশর ও নাগলিঙ্গম। এর মধ্যে নাগকেশর ফুলের গাছ প্রায় ৩০ মিটার লম্বা হয়। গাছের বাকল ১ সেমি পুরু এবং লালচে হয়ে থাকে। তবে ডাল বেশ নরম হয়। পত্রফলক ১২-২২ সেমি লম্বা এবং ৫-৭ সেমি চওড়া হয় এবং গাঢ় সবুজ রঙের হয়ে থাকে।

শাস্ত্রমতে, পরপর ৭ দিন পুজোর সময় ঠাকুরের আসনে একটি নাগকেশর ফুল অর্পন করুন। এরপর সেই ফুল সাদা কাপড়ে মুড়ে ব্যবসার ক্যাশবাক্স বা অফিসের ডেস্কে রেখে দিলে উন্নতি নিশ্চিত।

97713 1285178759

একটি নাগকেশর ফুল, সামান্য চাল, একটি তামার টুকরো, কাঁচা হলুদ ও একটি গোটা সুপুরি একসঙ্গে বেঁধে ঠাকুরের আসনে রেখে তা পুজো করলেও, জীবনের সমস্যা দূর হয়ে শান্তি ফিরবে।

এক পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত একটানা শিবলিঙ্গে এই ফুল অর্পণ করুন। এরপর পুজো শেষ করে ফুলগুলো টাকা রাখার জায়গায় রাখলে ধীরে ধীরে উন্নতি দেখতে পাবেন।

naglingam2

শুভ তিথি দেখে রুপোর মাদুলিতে মধু এবং একটি নাগকেশর ফুল একসঙ্গে রেখে গলায় পরতে পারনে অথবা টাকা রাখার জায়গায় রাখতে পারেন। তাহলে আর্থিক উন্নতি দেখতে পাবেন।


Smita Hari

সম্পর্কিত খবর