করোনার যোদ্ধাদের শহীদের সন্মান, রাজকীয় ভাবে করা হবে শেষকৃত্যঃ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উড়িষ্যার (Odisha) মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik) করোনা যোদ্ধাদের জন্য বড় ঘোষণা করলেন। নবীন পট্টনায়ক বলেছেন, যদি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল হওয়া কোন করোনা যোদ্ধার মৃত্যু হয়, তাহলে তাঁকে শহীদের তকমা দেওয়া হবে। রাজকীয় সন্মানের সাথে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

 

নবীন পট্টনায়ক করোনা যোদ্ধাদের জন্য ৫০ লক্ষ টাকার বীমার কথাও ঘোষণা করেছেন। পট্টনায়ক বলেছেন, ভারত সরকারের সাথে সাথে রাজ্য সরকারও এটা সুনিশ্চিত করবে যে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজের প্রাণ বলিদান দেওয়া সমস্ত স্বাস্থকর্মী আর অন্যান্য আবশ্যক সেবার সদস্যদের ৫০ লক্ষ টাকা দেওয়া হবে।

নবীন পট্টনায়ক জানিয়েছেন, মৃত করোনা যোদ্ধাদের রাজ্য সরকার শহীদ বলে গণ্য করবে আর রাজকীয় সন্মানের সাথে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হবে। এর সাথে সাথে তাদের বলিদানের কথা মাথায় রেখে একটি অ্যাওয়ার্ডের গঠন করার পরিকল্পনা চলছে। এই অ্যাওয়ার্ড রাষ্ট্রীয় দিবসে দেওয়া হবে।

এছাড়াও উনি হুঁশিয়ারির সুরে বলেন, কোন স্বাস্থকর্মীদের সাথে কোনরকম হিংসাকে রাজ্যের বিরুদ্ধে করা কাজ বলে গণ্য করা হবে। যদি কোন ব্যাক্তি তাদের কাজে দখল দেয়, তাদের অপমান করে তাহলে তাঁর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। ওই শাস্তি জাতীয় নিরাপত্তা আইনের আওতায় হবে।

X