বছরের শুরুতে ফের হতাশাই সঙ্গী ইস্টবেঙ্গলের! পিছিয়ে গিয়েও জয় ছিনিয়ে নিলো ওড়িশা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বছরের শেষটা হয়েছিল জয় দিয়ে। কিন্তু নতুন বছরের শুরুতে আবার সেই গত ৩ বছরের চির পরিচিত ইস্টবেঙ্গল। পরিকল্পনাহীন ফুটবল, দলের ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব, বিপক্ষ একটু চাপ দিলেই ডিফেন্সের ত্রাহি ত্রাহি অবস্থা, দিনশেষে সমর্থকদের সঙ্গী শুধুই হতাশা।

চলতি মরশুমে লিগ টেবিলের ছয়টি দলের কাছে খুব ভালো সুযোগ থাকছিল আইএসএলের প্লে অফ খেলার। কিন্তু ইস্টবেঙ্গলের আজকের হারের পর পুরোপুরি স্পষ্ট হয়ে গেল যে তারা কোনওভাবেই আর ওই প্রথম ৬ দলের মধ্যে শেষ করতে পারবে না। অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসির কাছে ৩-১ ফলে হারলো স্টিফেন কনস্ট্যানটাইনের দল।

আজ যদিও ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ২০২২-এর শেষ ম্যাচে নিজের পুরনো দল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ক্লিয়েটন। তারপর আজ আবার গোল পেয়েছিলেন তিনি। আজ ম্যাচের মাত্র ১০ মিনিটে ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালাক্স লিমার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি।

কিন্তু ইস্টবেঙ্গলের সেই আনন্দ একেবারেই দীর্ঘস্থায়ী হয়নি। ২২ মিনিটে গোল করে ওড়িশা এফসিকে সমতায় ফেরান তাদের তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়েগো মৌরিসিও। তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময়েই মৌরিসিওর পাশ থেকে দৃষ্টিনন্দন গোল করে উড়িষ্যাতে এগিয়ে দেন নন্দ কুমার। এরপর দ্বিতীয় আর্ধে খেলা শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে রেনিয়ার ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে গোল করে ইস্টবেঙ্গলের হার নিশ্চিত করে দেন সেই মৌরিসিও।

এই হারের পর ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৯ নম্বরে নেমে গেল ইস্টবেঙ্গল। পয়েন্টস টেবিলে ৬ নম্বরে থাকা এফসি গোয়ার থেকে ৭ পয়েন্টে পিছিয়ে তারা। অপরদিকে তের ম্যাচে ২২. নিয়ে এটিকে মোহনবাগানের উপর চাপ বজায় রাখল ওড়িশা।

সম্পর্কিত খবর

X