বাংলা হান্ট ডেস্কঃ নবীন পট্টনায়ক এমন একটি নাম, টোকিও অলিম্পিকের পর যা আবার নতুন করে উঠে এসেছে সকলের সামনে। এর আগে পর্যন্ত ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে তাকে চিনতেন সকলে। কিন্তু টোকিও অলিম্পিকের পর তার পরিচয়টাই যেন বদলে গিয়ে অন্য হয়ে গিয়েছে। এখন কম বেশি সকলেই জানেন ৪১ বছর পর সূর্যোদয়ের দেশে হকিকে যে নতুন করে পুনর্জীবন দিয়েছে ভারত তার পিছনে পর্দার আড়ালে কিভাবে ছিলেন এই মানুষটি। নিজেও ছোটবেলায় হকিস্টিক হাতে মাঠে নেমেছেন। দুন স্কুলে পড়াশোনা কড়ার সময় ছিলেন হকি টিমের গোলকিপারও।
সেই কারনে সকলেই যখন বাজি ধরছে ক্রিকেট নিয়ে ছেলেবেলার ভালবাসাকে আঁকড়ে ধরেছিলেন নবীন। সাহারা চলে যাবার পর ২০১৮ সালে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন হকি টিমের স্পনসরশীপের দায়িত্ব। তার এই ভালোবাসার মর্যাদাও রেখেছে ভারতের পুরুষ এবং মহিলা হকি দল। একদিকে যেমন অলিম্পিক থেকে ব্রোঞ্জ পদক জয় করে ফিরেছেন মনপ্রীতরা। তেমনি অন্যদিকে রানীরা শেষ করেছেন চতুর্থ স্থানে।
২০১৮ সালে পাঁচ বছরের জন্য স্পনসরশীপের দায়িত্ব তুলে নিয়েছিলেন নবীন। কিন্তু ভারতীয় দলের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার তিনি জানালেন আগামী ১০ বছরের জন্য দেশের দুই হকি দলকে স্পনসর করবে ওড়িশা। তিনি বলেন , “টোকিয়োতে তোমাদের লড়াই আমাদের গর্বিত করেছে। গোটা দেশ তোমাদের খেলা দেখার জন্য অপেক্ষা করে থাকত। অতিমারির মধ্যেও তোমাদের লড়াই এবং জয় অনুপ্রেরণা দেয়। হকি দলের সঙ্গে আমাদের সম্পর্ক দেশকে যে সম্মান এনে দিতে পেরেছে তাতে আমরা গর্বিত। ওড়িশা আরও ১০ বছর হকি দলকে স্পনসর করবে।”
এর আগেই হকি দলের খেলোয়াড়দের ১০ লক্ষ এবং সাপোর্ট স্টাফদের ৫ লক্ষ টাকা করে পুরস্কার দিয়েছে ওড়িশা সরকার। সাথে সাথেই রাজ্য থেকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের অফার করা হয়েছে চাকরিও। সবদিক থেকেই ওড়িশা সরকার যে হকিকে তুলে আনতে বদ্ধপরিকর বদ্ধপরিকর তা বলাই বাহুল্য।